February 18, 2025

গভীর রাতে তাঁর অবস্থার অবনতি, আরজি করের সিসিইউ-তে চলছে অনিকেতের চিকিৎসা

0
Aniket Mahato

গভীর রাতে তাঁর অবস্থার অবনতি। হাসপাতালে ভর্তি করতেই হল অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে। আরজি কর হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে অনিকেতের। অনশনকারী ৭ জুনিয়র চিকিৎসকের মধ্যে অন্যতম হলেন অনিকেত মাহতো। অনিকেতের শারীরিক অবস্থার অবনতি সকাল থেকেই। গভীর রাতে তাঁর অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভরতি। ধর্মতলার অবস্থান মঞ্চে উপস্থিত বাকি চিকিৎসকরা অনিকেতের শারীরিক অবস্থা পরীক্ষা করেই তাঁকে হাসপাতালে ভরতি করার সিদ্ধান্ত নেন। ধর্মতলার অনশন মঞ্চে গভীর রাতে অ্যাম্বুলেন্স আসে। সেখান থেকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনিকেতকে। সিসিউতে রাখা হয়েছে।

চিকিৎসক জানান, অনিকেত মাহাতো গুরুতর ভাবে ‘ডিহাইড্রেটেড’। শরীরে জল কমে গিয়েছে। অনিকেতের পালস রেট ছিল ১২০-১২১। অনিকেতের কথা জড়িয়ে যাচ্ছিল। পেটে ব্যথাও রয়েছে। পায়ে ‘ক্র্যাম্প’ ধরে আছে অনিকেতের। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে অনিকেতের ওপর। রক্ত পরীক্ষাও হয়েছে বলে জানান চিকিৎসক। অনিকেতের মূত্র নমুনায় গুরুতর মাত্রা কিটোন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অনিকেতের ইকো করানো হয়েছে। আগে থেকেই রক্তচাপ জনিত সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক আশঙ্কা প্রকাশ করেন, সেই রক্তচাপের সমস্যার জেরে আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন অনিকেত। দ্রুত ট্রিটমেন্ট শুরু করা হয়েছে। এই আবহে অনিকেতে শারীরিক অবস্থা স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে জানান চিকিৎসক। বর্তমানে অনিকেতের অবস্থা স্থিতিশীল নয়। চিকিৎসকদের আশা, দ্রুত চিকিৎসায় সাড়া দেবেন অনিকেত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed