February 17, 2025

ভারতের সিদ্ধান্তের জেরেই চাপে আইসিসি! পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি!

0
ICC Champions trophy

পাকিস্তান থেকে সরে যেতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফ্রেরুয়ারিতে শুরু এই প্রতিযোগিতা। হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতে। ভারতের সিদ্ধান্তের জেরেই চাপে আইসিসি। বেকায়দায় পাক বোর্ডও। তিনটি দেশে প্রতিযোগিতা সরানোর চিন্তাভাবনা।

সর্বভারতীয় ক্রীড়া অনুষ্ঠানে রিপোর্ট অনুযায়ী তিনটি দেশের সঙ্গে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে কথা বলেছে আইসিসি। সেই মতো বাজেট বরাদ্দের কাজও শুরু করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভি দাবি করেছিলেন ভারত সহ সব দেশই সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে। আইসিসির বিকল্প ভেনু ঠিক করার কথা প্রকাশ্যে আসতেই আর্থিক ক্ষতির মুখে পাক বোর্ড?‌

হাইব্রিড মডেলে যেভাবে গতবছর এশিয়া কাপ আয়োজন হয়েছিল, সেভাবেই এবারে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে চাইছে আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহি, দঃ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেড়ে রেখেছে আইসিসি। সেক্ষেত্রে দঃ আফ্রিকায় খেলা গেলে, হয়ত প্রতিযোগিতার সব ম্যাচই সরবে পাকিস্তান থেকে। যদি পাকিস্তানের মাটিতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হয়, সেক্ষেত্রে একটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্যেও বিকল্প ভেনু তৈরি রাখতে চলেছে আইসিসি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed