টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাক বধ, ভারতের চিন্তা অধিনায়ক হরমনপ্রীতের চোট
পাকিস্তান (২০ ওভার) ১০৫/৮, নিদা দার ২৮, অরুন্ধতী ৩/১৯
ভারত (১৮.৫ ওভার) ১০৮/৪. হরমনপ্রীত অবসৃত ২৯, শেফালি ৩২
ভারত ৬ উইকেটে জয়ী
নিউজিল্যান্ডের কাছে হারের পরে চাপ বাড়ছিল হরমনপ্রীতদের উপরে। পাকিস্তানের বিরুদ্ধে কেবল জিতলে চলবে না। বড় জয় দরকার। রান রেটও বাড়িয়ে নিতে হবে। পরবর্তীকালে সুবিধা হবে ভারতের মহিলা দলেরই। রবিবার পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত। সাত বল বাকি থাকতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দেয় ভারতের মহিলা দল। কিন্তু রান রেট খুব একটা বাড়ল না। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতের রান রেট ছিল -২.৯০। পাকিস্তানকে হারানোর পরে ভারতের রান রেট এখন -১.২১৭। আইসিসি মহিলাদের বিশ্বকাপে ভারত প্রথম পয়েন্ট পেল ঠিকই। কিন্তু রান রেটের দিক থেকে ভারত খুব একটা ভাল জায়গায় নেই। এদিন পাকিস্তান হেরে গেলেও তাদের রান রেট ভারতের থেকে ভাল। ফলে গ্রুপে পাকিস্তান ভারতের থেকে উপরে। ভারত চার নম্বরে, পাকিস্তান তিন নম্বরে। টস জিতে এদিন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান করে আট উইকেটে ১০৫ রান। তাদের ইনিংসে সর্বোচ্চ রান করেন নিদা দার (২৮)। ভারতীয় বোলারদের মধ্যে অরুন্ধতী তিনটি উইকেট নেন। কিউয়িদের বিরুদ্ধে তিনটি বিভাগেই ভারত হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছিল। এদিনও তিনটি ক্যাচ ফস্কান ভারতের ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি ফরম্যাটে ১০৫ খুব বড় কিছু রান নয়। কিন্তু দুবাইয়ের মন্থর পিচে পাকিস্তানের স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন। ওপেনার স্মৃতি মান্ধানা (৭) দ্রুত ফেরেন। এর পরে শেফালি ও জেমাইমা ইনিংস গোছানোর কাজ করেন। শেফালি বার্মা যখন মারমুখী হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন, সেই সময়ে আলিয়ার হাতে ধরা পড়েন তিনি। ব্যক্তিগত ৩২ রানে আউট হন শেফালি। জেমাইমা রডরিগেজ ও হরমনপ্রীত ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। জেমাইমাও দ্রুত রান তুলতে পারেননি। সময়ের গন্ডগোল হয়ে যাচ্ছিল তাঁর। এরই মধ্যে ফাতিমা সানা দু’ বলের ব্যবধানে ফেরান জেমাইমা (২৩) ও রিচা ঘোষকে (০)। ফলে ভারতের রান তোলার গতি কমে যায়। হরমনপ্রীত অবসৃত হওয়ার আগে গুরুত্বপূর্ণ ২৯ রান করেন। শেষমেশ সাজানা বাউন্ডারি মেরে ভারতকে জেতান। ম্যাচ জিতলেও স্বস্তি নেই ভারতের। রান রেট কাঁটা হয়ে আছে। তার উপরে হরমনপ্রীত চোট পান। জয়ের দিনে অস্বস্তিও ভারতের সাজঘরে। ভারতের পরের ম্যাচ ৯ অক্টোবর, বুধবার। সে দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে তারা। নক আউটের লড়াইয়ে থাকতে হলে সেই ম্যাচও জিততে হবে ভারতকে।