এদিক ওদিক থেকে ঢুকে যাচ্ছে : মুখ্যমন্ত্রী, পুজো উদ্বোধনের পথে যানজটে আটকে গেলেন খোদ মমতা

যানজটে আটকে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্বোধনে পথে আটকে যায় তাঁর গাড়ি। তীব্র যানজট। রাস্তায় বের হলেই গাড়ির দীর্ঘ লাইন। যানজটে আটকে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী। তৃতীয়ার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একাংশে যানজটের পড়ে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র যানজটের জেরে তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি পুজোর উদ্বোধনে শেষ পর্যন্ত যেতে পারেননি।

চেতলার একটি পুজোর উদ্বোধন করেন। মুক্তদল ক্লাবের পুজোর উদ্বোধন করত গিয়ে মমতা যানজটের কথা উল্লেখ করেন। এলগিন রোডে পুজোর উদ্বোধনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। প্রতিবার আমার জন্য একটি ক্লাব অপেক্ষা করে। ওই ৭৬ পল্লির আগের রাস্তার উপরে। এলগিন রোডের দিকে। যে পুজোতে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের মেয়ে রয়েছে। আমি যেতেই পারলাম না গাড়ি নিয়ে। এমন অবস্থা। ওদের কাছে গিয়ে পারলে আমার হয়ে ক্ষমা চেয়ে এসো। মমতা বলেন, এত জ্যাম হয়েছে। কারণ সবাই রাস্তায় গাড়ি পার্কিং করে রেখেছে। তারপর যার যা ইচ্ছে, এদিক থেকে ওদিক থেকে ঢুকে যাচ্ছে। ওদের দোষ নেই। বর্ষা তো। প্রচন্ড বৃষ্টি। ফলে কোন দিক দিয়ে কে যাবে বুঝতে পারছে না।