পুজোর আগে রোজভ্যালির টাকা পেলেন! প্রথম দফায় কয়েক কোটি টাকা ফেরত পেলেন সাত হাজারেরও বেশি আমানতকারী

পুজোর আগে অবশেষে টাকা ফেরত পেলেন রোজভ্যালির আমানতকারীরা। প্রথম দফায় টাকা ফেরত পেলেন রোজভ্যালির সাত হাজারেরও বেশি আমানতকারী। প্রথম দফায় রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্যে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হতেই কয়েক লাখ আবেদন জমা পড়েছিল।
আদালতের নির্দেশ মতো টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের আবাদেন জানাতে বলা হয় www.rosevallyadc.com নামে ওয়েবসাইটে। প্রথম দফায় রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্যে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এই আবহে ১০ হাজার ২০০ টাকা করে পাঠানো হয়েছে ৭ হাজার ৩৪৬ জন আমানতকারীর অ্যাকাউন্টে। জানানো হয়েছে, ধাপে ধাপে এবার প্রতি মাসেই আমানতকারীরা টাকা ফেরত পাবেন।
রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্যে মোট ২৮ লক্ষ ১০ হাজার ৭১৪টি আবেদন জমা পড়েছিল। অবশ্য স্ক্রুটিনির পর বহু আবেদনপত্রই বাতিল হয়ে যায়। এরপর প্রথম দফার টাকা পাঠানোর কাজ শুরু হয়। ৭ হাজার ৩৪৬ জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার ২০০ টাকা করে পাঠানো হয়। রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর বিষয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের যুগ্ম ডিরেক্টর সুদেশ শেওরান। তিনি জানান, রোজভ্যালির যাবতীয় সম্পত্তি বিক্রি করে তা নিয়ম মেনে কয়েক ধাপে আমানতকারীদের ফেরানো হবে।