সুরাপ্রেমীদের জন্য মন ভালো করা খবর, আগস্টে দাম বাড়লেও পুজোয় সস্তায় মিলবে মদ

অক্টোবরে পুজোয় পুরানো দামেই বাংলায় বিকোতে পারে মদ। সুরাপ্রেমীরা খোজমেজাজে। আগস্ট থেকে পশ্চিমবঙ্গে বেড়েছে মদের দাম। স্বস্তির খবরে উদ্বেলিত কলকাতা তথা বাংলার সুরাপ্রেমীরা। রিপোর্ট, পুজোর মুখে সুরাপ্রেমীরা পুরনো দামেই বিয়ার সহ অন্যান্য মদ কিনতে পারবেন। বহু খুচরো বিক্রেতা ও দোকানে পুরনো দামের মদ স্টক করে রেখেছিলেন ১৬ আগস্টের আগেই। এই আবহে যতক্ষণ না সেই সমস্ত মদ ও বিয়ার বিক্রি হচ্ছে ততক্ষণ নতুন দামের মদ বিক্রি করা হবে না। পুজোর সময় বহু জায়গাতেই পুরনো দামেই মদ বিক্রি হবে। ২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে রাজ্য সরকার আয় করেছে ১৮ হাজার কোটি টাকা। আর এবার মদের দাম বাড়লে সরকারের সেই আয় বেড়ে ২০ হাজার কোটি হতে পারে ২০২৪-২৪ অর্থবর্ষে।
বহু ব্র্যান্ডের মদ ও বিয়ার পুরনো দামে আরও ৬-৭ দিন বাজারে পাওয়া যাবে। এছাড়া তুলনামূলক কম বিক্রি হওয়া ব্র্যান্ডের বিয়ার, দেশে তৈরি বিদেশি মদ আগের দামে পাওয়া যাবে আরও এক মাস। অর্থাৎ, কালীপুজো পর্যন্ত সস্তাতেই মদ কিনতে পারবেন সুরাপ্রেমীরা। জুলাই মাসেই রাজ্যের আবগারি দফতরকে শুল্কবৃদ্ধির জন্য মঞ্জুরি দিয়েছিল রাজ্যের অর্থ দফতর। এই আবহে ইন্ডিয়া মেড ফরেন লিকারের দাম ন্যূনতম ২০ টাকা করে বেড়ে যায়। ইন্ডিয়া মেড ফরেন লিকার এবং বিদেশে তৈরি মদের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়ছে পশ্চিমবঙ্গে। দেশি মদের দাম বোতল পিছু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়ছে। এর আগে সেই ২০২১ সালে পশ্চিমবঙ্গে দাম বেড়েছিল মদের। ২০২২ সালে বিয়ারের দাম কমেছিল রাজ্যে। আর এবার ফের এক দফায় বাড়ছে মদের দাম। ৬০০ মিলিলিটারের দেশি মদের বোতলের দাম বর্তমানে ১৫৫ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা। আর ৩০০ ও ৩৫০ মিলিলিটারের ছোট বোতলের দাম যথাক্রমে ৮০ টাকা থেকে বেড়ে ৯০ এবং ৯৫ থেকে বেড়ে ১০০। বিয়ারের বোতলের দাম বর্তমানে ১৩৫ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১৫০ টাকা। ইন্ডিয়া মেড ফরেন লিকারের বোতলের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে। ইন্ডিয়া মেড ফরেন লিকার এবং বিদেশে তৈরি মদের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে পশ্চিমবঙ্গে।