February 17, 2025

রাজ্য সরকারকে চূড়ান্ত সময়সীমা!‌ কর্মবিরতি তোলার পর, সময় বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা

0
Junior Doctors

নির্যাতিতার সুবিচারের দাবিতে অনড়। প্রশাসন দাবি না মানলে আমরন অনশন পর্যন্ত শুরু হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দেন জুনিয়র ডাক্তাররা। মহালয়ার পর নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নামেন। এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ধর্মতলার ওয়াই চ্যানেলে মঞ্চ বেঁধে পরবর্তী কর্মসূচি ঘোষণা। শহর থেকে গ্রামবাংলা দুর্গাপুজোর প্রস্তুতিতে চূড়ান্ত ব্যস্ত। একের পর এক দুর্গাপুজো উদ্বোধন করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর প্রাক্কালে মেট্রো চ্যানেলে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। ধর্মতলা চত্বরে মঞ্চ বাঁধা নিয়ে পুলিশ–জুনিয়র ডাক্তারদের মধ্যে বচসা বেঁধে যায়। ওই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। ধর্মতলার মোড়ে বসে পড়েন জুনিয়র ডাক্তাররা।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার পর থেকে চলা টানা কর্মবিরতি উঠে যায়। সাগর দত্ত হাসপাতালে নার্স ও জুনিয়র ডাক্তারদের নিগ্রহের ঘটনার পর প্রতিবাদের পারদ চড়ে নতুন করে। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা দাবি করেন, সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে কোনই বদল ঘটেনি। পূর্ণ কর্মবিরতি শুরু করেন। সিনিয়র ডাক্তারদের প্রতিনিয়ত চাপ এবং জিবি বৈঠকের পর কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। ততক্ষণে ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় কলকাতায়। কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা। সরকারকে বেঁধে দিলেন সময়সীমাও। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের ১০ দফা দাবি পূরণ না হলে অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ডোরিনা ক্রসিংয়ে লাগাতার কর্মসূচি চালানোর কথাও ঘোষণা করেন। শুক্রবার রাত ৮টার পর ডাক্তারদের পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করার আগে ধর্মতলা মোড়ে বসে পড়েন জুনিয়র ডাক্তাররা। অবরূদ্ধ মধ্য কলকাতার একাংশ। ভোগান্তির শিকার পথচলতি মানুষরা। তবে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তাররা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed