November 2, 2024

রঞ্জিতে বাংলার অধিনায়ক অনুষ্টুপ, প্রথম দলে নেই সামি, ঈশান, সুযোগ তিন নতুন মুখকে

0

রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডের জন্য বাংলা দল ঘোষণা করা হল শুক্রবার। নেতৃত্বে অনুষ্টুপ মজুমদার। দলে ঋদ্ধিমান সাহাও। ফর্ম হারানো ঈশান পোড়েলকে প্রাথমিক দলে রাখা হয়নি। রয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে। বাদ মহম্মদ সামিও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে নতুন করে গোড়ালিতে চোট পেয়েছিলেন।

ভারতীয় দলে এখন ধারাবাহিক ভাবে খেলা আকাশ দীপকে দলে রাখা হয়েছে। রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। দু’জন যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পান তা হলে রঞ্জিতে পাবে না বাংলা। মুকেশ কুমারের ক্ষেত্রেও। বাংলা দলে সুযোগ পেয়েছেন কিছু নতুন মুখ, অভিলীন ঘোষ, ঋষভ বিবেক, রোহিত কুমার (অনূর্ধ্ব-২৩)। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে থাকা যুধাজিৎ গুহকে সুযোগ দেওয়া হয়েছে। বাংলার রঞ্জি অভিযান শুরু ১১ অক্টোবর। প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। দ্বিতীয় ম্যাচ ১৮ অক্টোবর থেকে ইডেনে, প্রতিপক্ষ বিহার।

দুশো হল না অভিমন্যুর, শতরান হাতছাড়া জুরেলের, ইরানি কাপ জেতার সুযোগ দু’দলের কাছেই
বাংলা দল: অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), ঋত্বিক চট্টোপাধ্যায়, অভিলীন ঘোষ, শুভম দে, আকাশ দীপ, মুকেশ কুমার, সূরয সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, যুধাজিৎ গুহ, রোহিত কুমার ও ঋষভ বিবেক।

স্ট্যান্ড বাই: সৌম্যদীপ মণ্ডল, গীত পুরি, সুমিত মোহান্ত, প্রীতম চক্রবর্তী, অনন্ত সাহা ও ঈশান পোড়েল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed