November 2, 2024

‌পুজোর আগেই নিম্নচাপ! অতি ভারী বৃষ্টি ও ৫০ কিমিতে ঝড়?

0

বঙ্গোপসাগরে নিম্নচাপ। পুজোর আগেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জারি কমলা সতর্কতাও। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্তের অবস্থান। সেইসঙ্গে ওই ঘূর্ণাবর্ত থেকে মায়ানমার উপকূল বরাবর উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। শুক্রবার ৪ অক্টোবর উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ।

দক্ষিণবঙ্গের আট জেলা কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। আটটি জেলায় হলুদ সতর্কতা জারি। সাতটি জেলা হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের সব জেলায় আজ সতর্কতা জারি। দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার। দুই জেলায় কমলা সতর্কতা জারি। বাকি ছ’টি জেলার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার। ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি।

মুর্শিদাবাদের ভারী বৃষ্টি হবে। বাকি ১৪টি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের দুটি জেলায় কমলা সতর্কতা জারি। আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি। তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আভাস।

শনিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাঁচটি জেলার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং মালদার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেখানে কোনও সতর্কতা জারি করা হয়নি।

রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

রবিবার, মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে সতর্কতাও জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষোধাজ্ঞা রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed