দেবীপক্ষের সূচনাতেও বিচারের দাবি, মহালয়ায় আরজিকরের প্রতিবাদে ভোর দখল থেকে গণতর্পণ

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। সূচনা দেবীপক্ষের। মা আসছেন। দুর্গাপুজা জন্যে অপেক্ষা করে থাকে। এবারের পুজো অন্যবারের থেকে অনেকটাই আলাদা। দেবীর আগমনের অপেক্ষা প্রত্যেকের মননেই। সঙ্গে আরজি কর কাণ্ডে বিচারের অপেক্ষা। উৎসবের আবহে আরজি কর কাণ্ডের রেশ জারি। রাতদখলের পর দেবীপক্ষের সূচনায় ভোর দখল। দক্ষিণ কলকাতায় রুবির মোড় থেকে শুরু করে বেহালার ডায়মন্ড হারবার রোডে সাধারণ মানুষের ভিড়। বীরভূমে গণতর্পণ বিচারের দাবিতে। একই দৃশ্য বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর সতীঘাটে।
পথ নাটিকা জোকা ইএসআইয়ের জুনিয়র ডাক্তারদের। রুবির মোড়ে রাত-ভোর দখল আরজি কর কাণ্ডের প্রতিবাদে। সেখানে রাস্তায় ছবি আঁকা হয়। বিচারের দাবিতে স্লোগান। মহালয়ার তিথিতে ভোরবেলা গণতর্পণ বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর সতীঘাটে। আরজি করে খুন হওয়া চিকিৎসকের আত্মার শান্তি কামনাও। শ্রীরামপুর তিন নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল। মেদিনীপুর শহরে রাত দখলে সাধারণ মানুষ। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গণতর্পন হয় বীরভূমে। সিউড়ির ময়ূরাক্ষী নদির তিলপাড়া জলাধার ঘাটেও প্রতিবাদ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভোরে মিছিল আরজি কর কাণ্ডের প্রতিবাদে। বালুরঘাট থানা মোড় থেকে মিছিলের শহর পরিক্রমা। বালুরঘাট হাই স্কুল মাঠে এসে প্রতিবাদ মিছিল শেষে এক শিশুকে দুর্গা সাজিয়ে, ঢাক শাঁখ বাজিয়ে বিচারের দাবিতে সরব সাধারণ মানুষ। মিছিলে অনেকেই কালো পোশাক পরে। লেখা ছিল – উৎসবেও আছি, আন্দোলনেও আছি।