October 7, 2024

সাঁতরাগাছির পুজোয় তিলোত্তমার ‘বাস্তবতা’!‌‌ অভয়ার জীবনের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে ধর্ষকরা, শ্রীভূমিতে তিরুপতি

0

সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব। থিমের পুজোতে কলকাতা শহরকে বিভিন্ন জেলার পুজোর টেক্কা। অভিনব থিমে উদযাপিত হবে সাঁতরাগাছির ৪১তম বর্ষের পুজো। নারকীয় ধর্ষণের মর্মান্তিক ঘটনাকেই এবার থিমের প্রাণ করে তুলছে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব। শিল্পীর নিপুণ টানে সমাজের বাস্তব চিত্রের বিরুদ্ধে প্রতিবাদ। প্যান্ডেলের দেওয়ালে অক্ষরের আকারে ফুটে উঠেছে অভয়ার চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে না পারার আক্ষেপ। এক স্বপ্নের মৃত্যুর কথা। প্রকট করে তোলে এক সম্ভাবনার মৃত্যুর চিত্র। প্যান্ডেলে ঢোকার মুখেই কুড়ি ফুট লম্বা একটি প্রতীকী মেরুদন্ড। বর্তমান আন্দোলনের প্রতীক বললে ভুল হবে না।

মণ্ডপশিল্পী সৌরভ ঘোষের কথায়, এই মেরুদন্ড মানুষের মনুষ্যত্ব এবং বিবেকের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চেয়েছিল মেয়েটি। মণ্ডপ জুড়ে স্বপ্নের মোটিফ হিসেবে মুখ বাঁধা ছোট ছোট থলি ব্যবহার করা হয়েছে। যে স্বপ্ন প্রতিদিন বাস্তবতার আঘাতে টুকরো টুকরো হয়ে যায়। একই সঙ্গে মণ্ডপে মুখ বাঁধা ছোট ছোট থলির পেছনে কাঁকড়াকে মোটিফ হিসাবে দেখানো হয়েছে। যা আদতে মানুষের মনুষ্যত্ব বিকাশের পথে পরিপন্থী। যা মানুষকে পেছন থেকে টেনে ধরে। সমাজে অন্যায় ঘটতে দেখেও অনেকে নির্বিকার থাকেন। সেই সব মানুষের নির্লিপ্ততা বোঝাতে ছোট ছোট মূর্তির চোখে কালো কাপড় ব্যবহার করা হয়েছে। ঠুলি পরে থাকার প্রতীকী প্রকাশ। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেল এবার তাদের মণ্ডপে থিমের অংশ হিসেবে মেরুদণ্ড নির্মাণ করেছিল। তা সরিয়ে দেওয়া হয়। বলা হয়, আরজি কর কাণ্ডের সঙ্গে এর যোগ নেই। সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবে সচেতনভাবে আরজি কর কাণ্ডকে ঘিরেই ব্যবহার করা হচ্ছে মেরুদণ্ড- মানুষকে সচেতন করে তুলতেই এই উদ্যোগ।

দুর্গা পুজো মানেই কলকাতার পুজোগুলি শীর্ষে শ্রীভূমি। প্রতিবারই নানারকম থিমের চমক এই পুজোয়। বিতর্ক ও ভোগান্তি জুড়ে থাকে এই পুজোর সঙ্গে। গত বছর পুজো শুরুর আগে মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে ‘বকা’ও খান পুজো উদ্যোক্তা তথা মন্ত্রী সুজিত বসু। এই বছর ফের নতুন এক পুজো থিম নিয়ে হাজির সুজিত বসুর বিখ্যাত পুজো। বুর্জ খলিফার পর এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি মন্দির। দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দির বহু ধর্মপ্রাণ মানুষের গন্তব্যস্থল। বছরভর পুণ্যার্থীদের ঢল নামে দক্ষিণের এই মন্দিরে। ভিআইপি রোডে যানজট হবেই। ঘন্টার পর ঘন্টা সেখানে আটকে থাকা। আর এর নেপথ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। শ্রীভূমির পুজোর দৌলতেই এয়ারপোর্ট থেকে উল্টোডাঙা হয়ে বাইপাসে পৌঁছে যায় যানজট। এবারেও সেই যানজট হতে পারে বলে আশঙ্কা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed