পুজোর মুখে নতুন করে আন্দোলনে ঝাঁঝ বাড়ল! টানা ৮ ঘণ্টার জিবি বৈঠক, বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের
নতুন করে আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির পর দীর্ঘ ৮ ঘণ্টার জিবি বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। তারপরই সিদ্ধান্ত, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন। চিকিৎসকদের তরফে পেশ হওয়া মোট দশ দফা দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
জুনিয়র ডাক্তারদের নিগ্রহের ঘটনার জেরে পানিহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে কর্মবিরতি চলছে। সুপ্রিম কোর্ট কাজে ফেরার বার্তাই দিয়েছিল জুনিয়র ডাক্তারদের। আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে রাজ্য জুড়ে নতুন করে পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। জিবি বৈঠক শেষে চিকিৎসকদের দাবি, রাজ্যের তরফ থেকে বার বার নিরাপত্তার আশ্বাস মিলেছে। অথচ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি সরকার। গতকাল সুপ্রিম কোর্টেও এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। এই আবহে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে রাজ্যকে। জিবি বৈঠক শেষে ১০ দফা দাবি জানালেন জুনিয়র ডাক্তাররা।
জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি হল – নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার দিতে হবে, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতাগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে, হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে, হাসপাতালগুলিতে শূন্যপদ পূরণ করতে হবে, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে।