ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরানো হল কুয়াদ্রাতকে, অন্তবর্তী কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন বিনো জর্জ
ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন স্প্যানিশ কোচ। সরে গেলেন কার্লেস কুয়াদ্রাত। সোমবার দুপুরে ক্লাবের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। শনিবার জামশেদপুরের বিরুদ্ধে পরের ম্যাচ লাল হলুদের। সেই ম্যাচে কোচের দায়িত্বে থাকবেন লাল হলুদের জুনিয়র দলের কোচ। যতক্ষণ না নতুন হেড কোচ নিয়োগ করা হচ্ছে, বিনো কোচের দায়িত্ব সামলাবেন। আইএসএলে পর পর তিন ম্যাচে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। শুক্রবার যুবভারতীতে এফসি গোয়ার কাছে হারের পরে মাঠেই শোনা গিয়েছে ‘কার্লেস কুয়াদ্রাত গো ব্যাক’ স্লোগান। যদিও সে দিন নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু জানাননি লাল-হলুদ কোচ। সোমবার তিনি পদত্যাগ করেছেন। ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত