দাদাসাহেব ফালকে মিঠুন চক্রবর্তী, ভারতীয় সিনেমায় অবদানের জন্য পুরস্কার
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ভারতীয় সিনেমায় অবদান। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে ঘোষণা করেছেন। অশ্বিনী বৈষ্ণব টুইটে লেখেন, ‘দাদাসাহেব ফালকে বাছাই জুরি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তীর আইকনিক অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত। ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান অশ্বিনী বৈষ্ণব।
অশ্বিনী বৈষ্ণ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মিঠুন দা’র অসাধারণ সিনেম্যাটিক সফর সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। সিলেকশন জুরি কিংবদন্তি অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজি’র অসামান্য অবদান।’
১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবি। সিনেমার দুনিয়া প্রথম পা রাখেন মিঠুন চক্রবর্তী। প্রথম ছবিতে অভিনয়ের পরই অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরবর্তী সময়ে বলিউডে পা রাখেন। ১৯৮২ সালের ডিস্কো ড্যান্সার ছবিকে ‘জিমি’র ভূমিকায় অভিনয় করে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে বড় সাফল্য। ২০২৪ সালের জানুয়ারিতে, ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন।