সন্তোষে বাংলার কোচ সঞ্জয় সেন, মহিলা দলের কোচ হলেন সুজাতা কর
সন্তোষ ট্রফিতে বাংলার কোচ সঞ্জয় সেন। দীর্ঘ ১৩ বছর পর মোহনবাগানকে আই লিগ জিতিয়েছিলেন। শনিবার আইএফএ-র কোচেস কমিটির সভায় সঞ্জয়কে বেছে নেন জামশিদ নাসিরি, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস-সহ পাঁচ সদস্য। মহিলা দলের কোচ সুজাতা কর। ২০১০ সালে আই লিগের ক্লাব প্রয়াগ ইউনাইটেডের কোচ হিসাবে সই করেছিলেন সঞ্জয়। পেশাদার কোচিং জীবনে সেটাই তাঁর শুরু। প্রথম বার তাঁর কোচিংয়ে আই লিগে অষ্টম স্থান পায় প্রয়াগ। ২০১২ সালে মহমেডানের কোচ হন সঞ্জয়। আই লিগের দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে তোলেন মহমেডানকে।
২০১৪ সালে মোহনবাগানের কোচ সঞ্জয় আই লিগ জেতেন। ১৩ বছর পর আই লিগ জেতে মোহনবাগান। ২০১৬ সালে মোহনবাগানকে ফেডারেশন কাপও দেন সঞ্জয়। পরে অধুনালুপ্ত এটিকে-র টেকনিক্যাল ডিরেক্টর এবং সহকারী কোচ হিসাবে কাজ করেছেন। আন্তোনিয়ো হাবাসের অধীনে আইএসএলে মোহনবাগানের সহকারী কোচ হিসাবেও কাজ করেছেন। কোচেস কমিটির পরবর্তী বৈঠকে এই দুই প্রতিযোগিতায় কোচেদের সহকারীদের নাম স্থির করা হবে।