October 3, 2024

ঘরে ফিরলেন ‘সোনার ছেলে’ নীরজ, ভাঙা হাতে প্লাস্টার, তবুও আত্মবিশ্বাসী ফিটনেস নিয়ে

0

প্যারিস অলিম্পিক্সের শেষে ঘরে ফেরা হয়নি। অবশেষে ঘরে ফিরলেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ের পর বেলজিয়ামে ডায়মন্ড লিগেও রুপো জয়। চোটের কারণে এবছর আর কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন নীরজ।
প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ের পর ঘরে ফিরতেই নীরজ চোপড়াকে সাদরে বরণ করে নিল হরিয়ানা স্পোর্টস ইউনিভার্সিটির শিক্ষক থেকে শুরু করে ছাত্ররা। নীরজ ভাঙা হাতে প্লাস্টার জড়ানো অবস্থায় অনুষ্ঠানে উপস্থিত হন। প্রথমে ইউনিভার্সিটির আধিকারিকরা। তারপর লাইন দিয়ে দু’পাশে দাঁড়িয়ে ছাত্ররা। প্যারিস অলিম্পিক্সে রুপো জয়। দ্বিতীয় অলিম্পিক্স পদক জয়। ২০২১ টোকিও অলিম্পিক্সেও সোনা জয়।

টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর প্যারিসেও তাঁর থেকে সোনা জয়ের প্রত্যাশা ছিল দেশবাসীর। কিন্তু প্যারিস ২০২৪ অলিম্পিক্সে পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে পরাজিত হন। ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে অলিম্পিক্সে রেকর্ড গড়ে নাদিম জিতে নেন সোনা। ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে নীরজ। দেশের জন্য জেতেন রুপো। চোট আঘাতে জর্জরিত নীরজ আটকে যান পাকিস্তানের নাদিমের কাছে। নীরজ চোপড়া বেলজিয়ামে ডায়মন্ড লিগে অংশগ্রহণ করে ফাইনালে দ্বিতীয় স্থান দখল করেন। নীরজ ৮৭.৮৬ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেন। প্রথম স্থানাধিকারী অ্যান্ডারসন পিটারসন ৮৭.৮৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেন। নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় জানান ভাঙা হাত নিয়ে তিনি ডায়মন্ড লিগে অংশ নিয়েছিলেন। তিনি লেখেন, ‘সোমবার আমার যখন এক্স রে করা হয় হাতের তখন একটি ফ্র্যাকচার ধরা পড়ে। আমি প্র্যাক্টিসের সময় আঘাত পাই। এটা আমার কাছে আরও একটা বেদনাদায়ক চ্যালেঞ্জ। কিন্তু আমি আমার দলের সাহায্যে ডায়মন্ড লিগে অংশ নিতে পারি। এটাই এবছর আমার শেষ প্রতিযোগিতা। আমি এবছর আমার নিজের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছি। কিন্তু আমার মনে হয় আমি এবছর অনেক কিছু শিখেছি। আমি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসব’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed