October 5, 2024

শাসকের রক্তচক্ষুতেও ভয়ডরহীন রাজন্যা!‌ সিবিআই ডাকেনি, ইডিও নয়, তবে কিজন্য দলবিরোধী?‌ প্রশ্ন তুলেই আরজি কর নিয়ে ছবির মুক্তিতে অনড় সাসপেন্ড হওয়া দামাল কন্যাশ্রী

0

আরজি কর কাণ্ড নিয়ে শর্টফিল্মে অভিনয়ের জের। দল থেকে সাসপেন্ড রাজন্যা। ক্ষোভ উগরে দিলেন ছাত্রনেত্রী? আগমনীর জেরেই দল থেকে ‘বিসর্জন’! তৃণমূলের সদ্য সাসপেন্ড হওয়া ছাত্রনেত্রী রাজন্যা হালদার। আরজি কর কাণ্ড নিয়ে দেশ উত্তাল। আরজি করের প্রেক্ষাপটে তৈরি একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। পরিচালনা করেছেন রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু তথা তৃণমূল ছাত্র পরিষদেরই নেতা প্রান্তিক চক্রবর্তী। তিলোত্তমা শর্ট ফিল্মের জন্য ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক এবং ২১-এর মঞ্চে আসা রাজন্যা সাসপেন্ড।

মহালয়া-তে মুক্তি। শর্টফিল্মের পোস্টার বেরোতেই শোরগোল। সোশ্যাল মিডিয়াও উত্তাল। বিতর্ক শুরু। বড় পদক্ষেপ তৃণমূল ছাত্র পরিষদের। প্রান্তিক ও রাজন্যাকে সাসপেন্ড। দল থেকে নিলম্বিত দুজনেরই গলায় অভিমানের সুর। রাজন্যার গলায় রাম-বাম ‘শেম-শেম’ বলে ভাইরাল হওয়া সুন্দরী ছাত্রনেত্রীর কড়া বার্তা, সাসপেন্ড হলেও তাঁদের ছবিতে কোনও বদল আসবে না।

রাজন্যা জানান, ‘আমরা জানি, কোন উদ্দেশ্য নিয়ে এই ছবি তৈরি করেছি। স্বল্পদৈর্ঘ্যের ছবিটি মুক্তি পাওয়ার পরে সকলেই বুঝতে পারবে এটা কোন উদ্দেশ্য নিয়ে করা। আমাকে সিবিআই ডাকেনি। ইডির ঘরে যাইনি। খুন করিনি। আমার ঘরে টাকা পাওয়া যায় না। কোন ক্ষেত্রে দলবিরোধী, সেটা জানি না।’

রাজন্যা জানিয়েছেন, কখনই প্রচ্ছদ দেখে গোটা উপন্যাস কেমন সেই ধারণা তৈরি করা উচিত নয়, ‘আগেও বলেছিলাম দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। আমার মনে হয় আজও আমার আদর্শের জায়গা থেকে এটাই বলা উচিত- দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।’তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক চক্রবর্তীকে। যাদবপুর-ডায়মন্ডহারবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্যা হালদারকে।

ছবির পোস্টারে রাজন্যা। মাথায় শোলার মুকুট। গা-ভর্তি সোনার গয়না। লাল পাড় সাদা শাড়িতে সেজে রাজন্যা যেন দেবীর প্রতিরূপ। হাতে স্টোথোস্কোপ এবং গায়ে চিকিৎসকদের সাদা অ্যাপ্রোন। পোস্টারের উপর বড় বড় হরফে লেখা- ‘আরজি করের পটভূমিতে তৈরি’। ২রা অক্টোবর ‘আগমনী….তিলোত্তমাদের গল্প’ মুক্তি। সিদ্ধান্তে কোনও বদল নয়ই, সাসপেন্ড হওয়ার পরে জানিয়েছেন পরিচালক প্রান্তিক চক্রবর্তীও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed