October 11, 2024

স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘আগমনী : তিলোত্তমাদের গল্প’, রাজন্যাকে সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ

0

মহালয়ার দিন আরজি কর কাণ্ড নিয়ে ছবির প্রকাশ। আগমনী তিলোত্তমাদের গল্প। শর্ট ফিল্মে মুখ্য ভূমিকায় দেখা যাবে তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্যা হালদারকে। পরিচালনা তৃণমূলের নেতা প্রান্তিক চক্রবর্তী। একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। প্রযোজনা করছেন রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু তথা টিএমসিপির নেতা প্রান্তিক চক্রবর্তী।

অভিনেত্রী রাজন্যা হালদার জানান, ‘‌কোনও তথ্য, কোনও বিচার ব্যবস্থা, বা কোনও তদন্তের বিষয়ের সঙ্গে যোগসূত্র নেই এই ছবির। কোনও ন্যারেটিভ তৈরি করার ব্যাপার নেই। যাঁরা এই প্রশ্নগুলো তুলছেন তাঁদের বলব, আগে ছবিটা দেখুন তারপর বিচার করবেন। আগে ছবিটা দেখার আবেদন রইল। না দেখে সবক্ষেত্রে এই বিচার করবেন না।’‌

‘স্পর্শকাতর’ বিষয় নিয়ে ছবি তৈরিকে অনুমোদন করল না তৃণমূল। সংগঠনের কারা কী ভাবে যুক্ত, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছাত্র সংগঠন টিএমসিপিকে ব্যবস্থা নিতে বলেছিল দল। সেই মতো শুক্রবার রাতেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, প্রান্তিক এবং রাজন্যাকে সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed