October 12, 2024

রাতভর বৃষ্টি দাপট অব্যহত, আজও ভাসবে বাংলা, জারি লাল সতর্কতা

0

পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা এখন পশ্চিম-উত্তর ও পশ্চিম দিকে সরে গিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড়ের ওপরে। দক্ষিণ ছত্তিশগড়ের ওপর অবস্থান করা মৌসুমী অক্ষরেখা উত্তর কোঙ্কন পর্যন্ত বিস্তৃত এবং তা দক্ষিণ বাংলাদেশের দিকে অগ্রসরমান। আবহাওয়া দফতর সূত্র বলছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি।

কলকাতা এবং লাগোয়া জেলাগুলি রাতভর বৃষ্টি। সকালেও বৃষ্টি অনবরত। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ভারী বর্ষণের সম্ভাবনা বজায় থাকবে। উত্তরবঙ্গের বহু জেলায় জারি আছে লাল সতর্কতা।

ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা কি না স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি নীচে। গতকাল রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয় ৪০ মিলিমিটার। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি। চারটি জেলার কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বৃষ্টি। কোচবিহারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কমলা সতর্কতা জারি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। তিন জেলায় হলুদ সতর্কতা জারি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed