জাস্টিস মেলেনি, আন্দোলন চলবে, মিলছে না অনুমতি!চলবে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, শুক্রে গণ কনভেনশন
জাস্টিস মেলেনি। থামছে না জুনিয়র ডাক্তারদের আন্দোলন। শুক্রে গণকনভেনশন জুনিয়র ডাক্তারদের। এসএসকেএমে অডিটোরিয়ামে। কনভেনশেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা, একাধিক বিশিষ্টজন, একাধিক সিনিয়র চিকিৎসক ও কয়েকজন অভিনেতা, অভিনেত্রীও থাকবেন। ধনধান্য স্টেডিয়াম সহ শপিং মলের অনুষ্ঠান হল সহ নানা জায়গায় এই কনভেনশন করার চেষ্টা করেছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে অনুমতি মেলেই। অবশেষে এসএসকেএমের অডিটোরিয়াম। স্বাস্থ্যভবনের সামনে থেকে টানা অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে সরে এসেছেন জুনিয়র ডাক্তাররা। আগামী দিনে আন্দোলনে ধারা কোন খাতে বইবে সেটা নিয়েই সিদ্ধান্ত নিতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। কারণ এখনও পর্যন্ত আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় পুরোপুরি বিচার মিলে গিয়েছে এমনটা নয়। জাস্টিস পুরো মেলেনি। আন্দোলনের ময়দান ছাড়তে রাজি নন জুনিয়র ডাক্তাররা।
গণকনভেনশনের উল্লেখযোগ্য দিক হল থ্রেট কালচারের বিরুদ্ধে আওয়াজ তোলা। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা বার বার দাবি করছেন রাজ্যের একাধিক হাসপাতালে রয়েছে এই হুমকি সংস্কৃতি। ক্ষমতার প্রভাব খাটিয়ে দাবিয়ে রাখার উদ্যোগ। তার বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়ানো হবে তা নিয়েও কনভেনশনে হবে আলোচনা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে এই কনভেনশন। বিকাল ৪টে থেকে এই কর্মসূচি শুরু। শিরদাঁড়া কীভাবে সোজা করে রাখতে হয় তা দেখিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তাররাও দিনের পর দিন তাঁদের পাশে রয়েছেন। অনেকদিন কর্মবিরতিতে ছিলেন জুনিয়র ডাক্তাররা। বর্তমানে তাঁরা সেই কর্মবিরতিও তুলে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হল সরকারের তরফে যে সমস্ত আশ্বাস দেওয়া হয়েছিল তার সবগুলি কি পালন করেছে সরকার?
এবার দখল হবে অষ্টমীর রাত, মহালয়ার ভোরে উঠবে আওয়াজ, জাস্টিস ফর আরজিকর, ডাক জুনিয়র ডাক্তারদের। উৎসবে হবে। তবে প্রতিবাদ থেকে সরছেন না জুনিয়র ডাক্তাররা। এবার রাত দখল অষ্টমীতেও। পুজো এসেছে। আপাতত আন্দোলন থেকে কিছুদিনের বিরতিতে যাওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। তবে উৎসবে পুরোপুরি ফিরছেন না জুনিয়র ডাক্তাররা। গোটা বাংলা যখন উৎসবে মাতবে তখনও রাস্তায় থাকবেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে মহালয়ার ভোর ও অষ্টমীর রাত দখলের ডাক দেওয়া হয়েছে। হোক না পুজো। তাতে কী! এবারের পুজোও তো প্রতিবাদের। এবার সেই পুজোর রাতও দখলের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। বিভিন্ন স্তরের মানুষ যাতে এই আন্দোলনে শামিল হন সেটাও জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। মূলত পুজোর রাতেও প্রতিবাদের রেশটা রেখে দিতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। মহালয়ার ভোর। সেই মহালয়ার ভোরেও রাত দখলের ডাক দিয়েছেন। আবার অষ্টমীর রাত। এই রাত সন্ধিপুজোর রাত। এই রাত খুশির রাত। কিন্তু জাস্টিস তো মেলেনি এখনও। এতদিন যে জাস্টিসের দাবিতে এত আন্দোলন, যে থ্রেট কালচারের বিরুদ্ধে উঠল আওয়াজ সেই আন্দোলনের ফল কি পুরোপুরি মিলেছে? এখনও বিভিন্ন জায়গায় শাসক প্রভাবিত কেউকেটাদের রক্তচক্ষু পদে পদে। আর তারই প্রতিবাদে ফের রাত দখলের ডাক। অষ্টমীর রাতেও উঠবে আওয়াজ, জাস্টিস ফর আর জি কর। মহালয়ার ভোরেও উঠবে আওয়াজ জাস্টিস ফর আরজি কর। অশুভ শক্তির বিনাশ। সফল হবে মাতৃআরাধনাও।