October 4, 2024

আইএসএলে প্রথম জয় সাদা কালো শিবিরের, চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে দিল মহামেডান

0

আইএসএলে প্রথম জয়। আইএসএলে প্রথম জয় সাদা কালো শিবিরের। চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়িন এফসিকে হারাল মহামেডান। এ বারের লিগে কলকাতার তিন ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের পর আইএসএলে জায়গা করে নেয় মহমেডান।

আইলিগ জিতে আইএসএলে উঠে আসা সাদা-কালো ব্রিগেড বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে জয় পেল। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে বৃহস্পতিবার জিতল মহমেডান। তিন ম্যাচে চার পয়েন্ট তুলে নিল তারা। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে গোল লালরেমসঙ্গা ফানাইয়ের ৩৯ মিনিটে ম্যাচে এক মাত্র গোল।

এ বারের আইএসএলে প্রথম দু’টি ম্যাচ ঘরের মাঠে খেলেছিল মহমেডান। জিততে পারেনি। প্রথম ম্যাচে ডুরান্ড কাপজয়ী নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হার। দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ড্র। অ্যাওয়ে ম্যাচ ছিল চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জিতে আইএসএলে প্রথম জয়ের মুখ দেখল মহমেডান।

৩৯ মিনিটের মাথায় চেন্নাইয়িনের বক্সের মধ্যে বল পেয়ে ফানাই জালে বল জড়িয়ে দিতে ভুল করেননি। মহমেডানের আক্রমণভাগের ফুটবলার চেন্নাইয়িনের রক্ষণভাগের ফাঁক দেখিয়ে দিয়ে গেলেন। মহমেডান ক্লাবের ১৩৩ বছরের ইতিহাসে জায়গা করে নিলেন ফানাই। মিজোরামের তরুণ ফুটবলার মহমেডানকে আইএসএলে প্রথম জয় এনে দিলেন।

মোহনবাগানের প্রাক্তন ফুটবলার কিয়ান নাসিরির এই ম্যাচে চেন্নাইয়িনের জার্সিতে অভিষেক হলেও দলকে জেতাতে পারেননি। চেন্নাইয়িনের তরুণ বাঙালি গোলরক্ষক শমীক মিত্র বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে না দিলে আরও বেশি গোলে হারত চেন্নাইয়িন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed