বুদাপেস্টে চেস অলিম্পিয়াড চ্যাম্পিয়ন ভারত! বাসভবনে ডেকে মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দাবায় অলিম্পিয়াডে সোনা জয়ী খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাই বোন রমেশবাবু প্রজ্ঞানন্দ, বৈশালী রমেশবাবু ছাড়াও ছিলেন তানিয়া সাচদেব, অর্জুন এরিগাইসি, ভিদিত গুজরাঠিরাও। তাঁরাও দাবার বোর্ড উপহার দেন প্রধানমন্ত্রীকে। হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত ৪৫তম চেস অলিম্পিয়াডে ইতিহাস গড়েছে ভারত। অলিম্পিক্স বা প্যারালিম্পিক্সের পদকজয়ীদের সঙ্গে আলাপপর্ব করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানু ভাকের থেকে শুরু করে প্যারালিম্পিক্সে পদকজয়ীদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী। বিদেশের মাটিতে ভারতীয় দাবাড়ুদের অসাধারণ পারফরমেন্সের পর বাসভবনে ডেকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত মহিলা এবং পুরুষ দুই বিভাগেই ভারত অলিম্পিয়াডে প্রথম হয়। এই প্রথমবার ভারত চ্যাম্পিয়ন। এর আগে ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ পদক পেয়েছিল গতবারের অলিম্পিয়াডে। সেটাই ছিল টিম ইন্ডিয়ার সেরা পারফরমেন্স।
পুরুষ দল বুদাপেস্টে আয়োজিত চেস অলিম্পিয়াডে হারিয়ে দেয় স্লোভেনিয়াকে। মহিলা দল ফাইনাল রাউন্ডে হারিয়ে দেয় আজারবাইজানকে। পুরুষ এবং মহিলা দল এই ইভেন্টে সোনার পদক নিশ্চিত করে দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন। ভারতের পুরুষ দলের ডি গুকেশ, অর্জুন এরিগাইসি, রমেশবাবু প্রজ্ঞানন্দ ১১তম এবং শেষ রাউন্ডে ভারতের সোনা জয় নিশ্চিত করেন। দাবায় অলিম্পিয়াডে সোনা জেতা খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দেখা যাচ্ছে ভাই বোন রমেশবাবু প্রজ্ঞানন্দ, বৈশালী রমেশবাবুকে। এছাড়াও ছিলেন তানিয়া সাচদেব, অর্জুন এরিগাইসি, ভিদিত গুজরাঠিরা। ওপেন ক্যাটাগরিতে ১১টির মধ্যে ১০টি রাউন্ডেই জেতেন ভারতের তারকা দাবাড়ু ডি গুকেশ।
ভারতীয় দলের শুভেচ্ছা জানানোর দিনে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পাল্টা উপহার দেন অলিম্পিয়াডে সোনাজয়ীরা। রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন একটা দাবার বোর্ড। এরপর কয়েক দান তাঁরা খেলেও দেখান, যা দেখে স্পষ্টতই কিছুটা অবাক হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুদাপেস্টে ভারতের পুরুষ দল সর্বোচ্চ ২২ পয়েন্টের প্রতিযোগিতায় টিম ইন্ডিয়া অর্জন করে ২১ পয়েন্ট। উজবেকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে শুধু তাঁরা ২-২ ড্র করে, বাকি সব ম্যাচই ভারতীয় পুরুষ দল জেতে।