October 4, 2024

‘শক্তি’ সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কলকাতায়, আনুষ্ঠানিক সিলমোহর নরেন্দ্র মোদি সরকারের

0

কলকাতার সেমিকন্ডাক্টর প্ল্যান্টের নাম ‘শক্তি’। ইনফ্রার্ড, গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর তৈরি করা হবে। অত্যাধুনিক সেন্সিং, যোগাযোগ ব্যবস্থা এবং পাওয়ার ইলেকট্রনিক্সের উপরে জোর। ‘শক্তি’ সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কলকাতাতেই। আনুষ্ঠানিক সিলমোহর কেন্দ্রীয় সরকারের। নরেন্দ্র মোদীর মার্কিন সফরের শেষে ভারতের সরকারের তরফে জানানো হয়, কলকাতায় যে সেমিকন্ডাক্টর ফ্যাব প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, সেটার নাম হচ্ছে ‘শক্তি’। মোদী সরকারের আমলে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের নাম ‘শক্তি’ রাখা হয়েছে। কলকাতার স্বপ্নের সেমিকন্ডাক্টর ফ্যাব প্ল্যান্টের ক্ষেত্রেও। যাতে বিনিয়োগ করবে বিশ্বের প্রথমসারির সেমিকন্ডাক্টর সংস্থা গ্লোবাল ফাউন্ডারিজ। সেমিকন্ডাক্টর প্ল্যান্ট চালু হলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আসবে বিশ্বের আরও বড়-বড় সংস্থা। হবে প্রচুর কর্মসংস্থান।

কলকাতার সেমিকন্ডাক্টর প্ল্যান্টে অত্যাধুনিক গ্যালিয়াম নাইট্রাইড সেমিকন্ডাক্টর উৎপাদন করা হবে। সেইসঙ্গে ইনফ্রার্ড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টরও তৈরি করা হবে কলকাতায়। জোর দেওয়া হবে অত্যাধুনিক সেন্সিং, যোগাযোগ ব্যবস্থা এবং পাওয়ার ইলেকট্রনিক্সের উপরে। ভারত সরকারের তরফে বলা হয়, ‘সেমিকন্ডাক্টর (ক্ষেত্রে) যুগান্তকারী পদক্ষেপ হিসেবে হাতে হাত মিলিয়েছে ভারত এবং আমেরিকা। কলকাতায় সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্ল্যান্ট চালু করছে মার্কিন মিলিটারি (মার্কিন স্পেস ফোর্স) এবং ভারত। (যে প্রকল্পে অংশীদার হচ্ছে) ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। সেই প্ল্যান্টে আধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদন করা হবে।’ ভূ-রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতার সেমিকন্ডাক্টর প্ল্যান্ট। কারণ ভূ-রাজনৈতিক দিক থেকে বিচার করলে ‘শক্তি’ সেমিকন্ডাক্টর প্ল্যান্টের মাহাত্ম্য অপরিসীম। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, বর্তমানে সারা বিশ্বে মোট যত পরিমাণ চিপ তৈরি করা হয়, সেটার অর্ধেকের বেশি হয় চিনেই।

কিন্তু চিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে বিকল্প ‘ইকো-সিস্টেম’-র সন্ধানে কলকাতার সেমিকন্ডাক্টর প্ল্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ডেস্টিনেশন’ যা পশ্চিমবঙ্গের শিল্পের ছবিটা একেবারে পালটে দিতে পারে। কলকাতাকে সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ‘ডেস্টিনেশন’ করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে সবরকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আহ্বান জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed