October 11, 2024

‘কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে’, প্লাবনে নতুন রচনা তৃণমূল সাংসদকে জাদুঘরে রাখা উচিত!

0

‘‘কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়িঘর কিচ্ছু নেই! সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন। আর ওরা (ডিভিসি) বলছে, জানিয়ে পাঠিয়েছে!’’ রচনা জানান, সত্যিটা কি এই মুহূর্তে তাঁর জানা নেই। তবে যা হয়েছে, ঠিক হয়নি। অন্য দিকে, সাংসদের কিউসেকের সঙ্গে কুইন্টাল গুলিয়ে ফেলা নিয়ে খোঁচাওএ এল, ‘‘ওঁকে মিউজ়িয়ামে রাখা উচিত।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি-কে দায়ী করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দোষারোপ করতে গিয়ে একক গুলিয়ে ফেললেন।

বন্যাবিধ্বস্ত বলাগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তৃণমূল সাংসদ রচনা। চাঁদরা, মিলনগর, চরখয়রামারি-সহ ভাঙন এবং বন্যাকবলিত এলাকায় গিয়ে জানান, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাস্টারপ্ল্যান করতে কেন্দ্র সাহায্য করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে সেই কাজ করছেন। রচনার নিশানা ডিভিসি, ‘‘যেটা হয়েছে, খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন, সে বিষয়ে আমি আর কিছু বলব না। উনি আমাদের গুরুজন।’’

রচনার ‘কুইন্টাল’ মন্তব্য নিয়ে মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা। সাংসদ বলছেন, কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে! জল কুইন্টালে কবে থেকে মাপা শুরু হল? ওঁর ন্যূনতম জ্ঞান নেই। তাই ভুলভাল বকছেন। কপালে দুঃখ রয়েছে সাধারণ মানুষের।’’ উল্লেখ্য, তরল প্রবাহের পরিমাপের একক হল কিউসেক। প্রতি সেকেন্ডে এক ঘনফুটকেও কিউসেক বলা হয়।

নির্বাচনী প্রচারে বেরিয়ে সিঙ্গুরের গরুর দুধ থেকে তৈরি দই-ই কেন বেশি ভাল তার ব্যাখ্যা দিয়ে কটাক্ষের শিকার হন রচনা। আবার রাইস মিলের চিমনির ধোঁয়া দেখে তৃণমূল প্রার্থী প্রশ্ন করেছিলেন, হুগলিতে নাকি শিল্প হয়নি? যা নিয়ে বিস্তর মিম ছড়ায় সমাজমাধ্যমে। বুধে এলো আবার খোঁচা, ‘‘মিম তৈরির রসদ উনি নিজেই দেন। যাঁরা মিম করেন, তাঁদের দোষ কী?’’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed