পুজোয় সবার জন্য ছুটি, পুলিশের জন্য নয়, বিজ্ঞপ্তি জারি নবান্নর
শ্রেষ্ঠ উৎসব এলো বলে। দূর্গা পুজো। ৯ অক্টোবর ষষ্ঠী। ২ অক্টোবর মহালয়া। দুর্গাপুজোর পর রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা। সেই কথা মাথায় রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শান্তিপূর্ণভাবে পুজো পরিচালনা করতে পুলিশের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এমার্জেন্সি ছাড়া কোনও পুলিশ কর্মীকে ছুটি দেওয়া সম্ভব নয়।
প্রতি বছর পুজোতেই পুলিশের বাড়তি দায়িত্ব থাকে। কলকাতার পুজো মণ্ডপে এত ভিড় হয় যে সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে। আনাতে হয় বাড়তি ফোর্স। এবার অবশ্য দুর্গাপুজোর ঠিক আগেই আট দিনের জন্য এই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। পরিস্থিতি বুঝে তা আরও বাড়ানো হয় কিনা সেটাই দেখার।
প্রসঙ্গত, উৎসবের কথা মাথায় রেখে মঙ্গলবারই পুলিশের ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হল। লক্ষ্মীপুজো, কালীপুজো ও ছটের জন্য ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত কোনও পুলিশ কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরী পরিস্থিতির ক্ষেত্রে ছাড় রয়েছে।