ডিভিসি-র জল ছাড়বে রাজ্য আগেই জানত, নবান্নের জারি করা মেমো সামনেই! ‘বিস্ফোরণ’
রাজ্যের অভিযোগ, ডিভিসির জল ছাড়ার কারণেই বন্যা বিধ্বস্ত রাজ্যের বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যকে নাকি না জানিয়েই জল ছেড়েছিল ডিভিসি। সেই দাবির মাঝেই চাঞ্চল্যকর এক নথি সামনে এল, যা থেকে বোঝা যাচ্ছে, রাজ্য আগেই জানত জল ছাড়ার কথ। বিগত বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বে কয়েকটি জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দোষ চাপিয়ে যাচ্ছেন ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারের ওপরে। অভিযোগ করা হয়, রাজ্যকে না জানিয়েই বিপুল পরিমাণ জল ছাড়া হয় পাঞ্চেত এবং মাইথন থেকে।
দাবি, ডিভিসির বাঁধ থেকে জল ছাড়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়, তা দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটিতে শিলমোহর দেওয়া হয়ে থাকে। কমিটিতে এতদিন ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও। সেই তথ্য সামনে আসার পর ডিভিসি থেকে রাজ্যের আধিকারিকদের পদত্যাগ করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি মেমো অনুযায়ী, রাজ্য আগে থেকে জল ছাড়ার কথা জানত। প্রকাশ্যে আসা মেমো-তে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর ইস্যু করা সেই মেমো-তে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার জেলাশাসকদের বন্যা পরিস্থিতি নিয়ে আগাম সতর্ক করা হয়েছে। সেই মেমো পাঠায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। আবহাওয়ার কারণে মাইথন ও পাঞ্চেত জলাধারে জলস্তর দ্রুত বাড়ছে বলে সেখানে উল্লেখ। ডিভিআরসি যে সেই নিয়ে সতর্ক করে জল ছাড়ছে, তাও উল্লেখিত সেই মেমো-তে।