October 7, 2024

ট্রোলারদের সোজাসাপ্টা জবাব দিলেন মানু ভাকের! প্যারিস অলিম্পিক্সের জোড়া পদক জয়ী শ্যুটার মানু ভাকের

0

প্যারিস অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় শ্যুটার মানু ভাকের। মানু প্রতিদিন কোনও না কোনও কর্মসূচিতে অংশ নিলেই অলিম্পিক পদক সহ দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে মানু ভাকেরকে নিয়ে ট্রোল করা হচ্ছে। এর জবাব দিলেন প্যারিস অলিম্পিক্সের জোড়া পদক জয়ী ভারতীয় শ্যুটার। আপাতত খেলা থেকে বিরতিতে এবং অলিম্পিক্সের সাফল্য সেলিব্রেশন করছেন। প্যারিস অলিম্পিক্সের জোড়া পদক জয়ী ভারতীয় শ্যুটার সম্প্রতি একটি ইভেন্টে গিয়েছিলেন এবং সেখানেও তাঁকে তার দুটি ব্রোঞ্জ পদক নিয়ে দেখা গিয়েছিল। বিষয়টি নিয়ে মানু ভাকের সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলড হচ্ছেন। অলিম্পিক পদক নিয়ে ইভেন্টে যোগ দেওয়ার জন্য মনু ভাকেরকে ট্রোল করা হচ্ছে।

https://x.com/realmanubhaker/status/1838858064872583565?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1838858064872583565%7Ctwgr%5Ec8e12fcfc5c5d5bc375d706bf4088d940572461d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fsports%2Folympics%2Fwhy-carry-paris-olympics-pair-of-medals-everywhere-replies-manu-bhaker-to-trolls-31727268619838.html

ট্রোলিং নিয়ে মানু ভাকেরের প্রতিক্রিয়া, ‘হ্যাঁ, আমি এটা করব! আমি এটা কেন করব না বলতে পারেন?’ মানুর এই তীক্ষ্ণ জবাব শুনে শ্রোতারা হাততালি দিতে থাকেন। আসলে, সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী বলছেন যে মানু তার পদককে তার আইডি কার্ড বানিয়েছেন। মানু ভাকের বললেন, ‘প্রত্যেকেরই পদক দেখানোর অনুভূতি আছে, তাই আমি এটি আমার কাছে রাখি, যাতে যে কেউ এটি দেখতে চাইলে আমি তাঁকে দেখাতে পারি। এমনকি তারা আবেদন করে যে ‘অনুগ্রহ করে আপনার মেডেল আনুন’ এবং আমি যখন এটি এনেছি, তখন সেই অনুষ্ঠানে অনেক ছবি তোলা হয়।’

https://x.com/DhonixCskian/status/1837714810311483798?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1837714810311483798%7Ctwgr%5Ec8e12fcfc5c5d5bc375d706bf4088d940572461d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fsports%2Folympics%2Fwhy-carry-paris-olympics-pair-of-medals-everywhere-replies-manu-bhaker-to-trolls-31727268619838.html

ভারতের তারকা শ্যুটার মানু ভাকের বলেছেন, ‘অবশ্যই, লোকেরা আমাকে আমন্ত্রণ জানায়, তাই আমি সবসময় বলি ‘কেন নয়?’ আমার যাওয়া উচিত। এর আগে আমি কখনই এই ইভেন্টগুলিতে অংশ নেওয়ার জন্য ছুটি পাইনি, বা আমি আমার কোচ এবং বাবা-মায়ের কাছ থেকে স্বাধীনতা পাইনি। তাঁরা সব সময় বলতেন এটাই প্রতিযোগিতা, এটাই প্রতিযোগীতা, তাই আমি সব সময় ট্রেনিংয়ে থাকতাম। এখন যেহেতু আমি এই প্রোগ্রামগুলিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছি, আমি খুব খুশি এবং আমি অনেক কৃতজ্ঞ যে আমি যেখানেই যাই এত ভালবাসা পেয়েছি।’

২২ বছর বয়সি মানু ভাকর ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে আলোড়ন সৃষ্টি করেছিলেন। দুটি পদক জিতে ইতিহাস গড়া মানু স্বাধীন ভারতের প্রথম খেলোয়াড় যিনি একই অলিম্পিক্সে দুটি পদক জিতেছিলেন। মনু মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে সরবজোত সিংয়ের সঙ্গে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (NRAI) টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। ১৩ থেকে ১৮ অক্টোবর ডঃ কার্নি সিং শুটিং রেঞ্জে রাইফেল, পিস্তল এবং শটগান বিভাগে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। স্কোয়াডে প্যারিস অলিম্পিক্স দলের ৯ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ৩ জন ব্রোঞ্জ পদকজয়ী রয়েছেন। টুর্নামেন্টে মোট ১১ জন ভারতীয় অলিম্পিয়ান ১২টি স্বতন্ত্র অলিম্পিক্স ইভেন্টে বিশ্বের সেরা শুটারদের সঙ্গে লড়াই করবেন বছরের সেরা শুটারের খেতাবের জন্য। ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন-এর মহাসচিব সুলতান সিং বলেন, ‘আমাদের আইএসএসএফের জন্য একটি শক্তিশালী দল তৈরী করা হয়েছে এবং প্রত্যেকেই নিজেদের পারফরম্যান্স দিয়ে আগেই যোগ্যতা প্রমাণিত করেছেন। প্যারিসে অসাধারণ পারফরম্যান্সের পর এই বিভাগ থেকে সবার প্রত্যাশা অনেক বেশি’।

চার শ্যুটার দিব্যাংশ সিং পানওয়ার (পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল), সোনম উত্তম মাসকার (মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল), রিদম (মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ২৫ মিটার পিস্তল) এবং গণমত শেখন (মহিলাদের স্কিট) সরাসরি আইএসএসএফ-এর জন্য নির্বাচিত হয়েছেন। বাকি সদস্যদের তাঁদের অলিম্পিক্স ট্রায়াল র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাছাই করা হয়েছে। ভারতীয় দল ঘোষিত। এয়ার রাইফেলের পুরুষ বিভাগে রয়েছেন দিব্যাংশ সিং পানওয়ার, অর্জুন বাবুতা। এয়ার রাইফেল মহিলা বিভাগে রয়েছেন সোনম উত্তম মাসকার, তিলোত্তমা সেন। ৫০ মিটার রাইফেল থ্রিপি পুরুষ বিভাগে রয়েছেন চেইন সিং, অখিল শেওরান এবং ৫০ মিটার রাইফেল থ্রিপি মহিলা বিভাগে রয়েছেন আশি চৌকসে ও নিশচল।

এয়ার পিস্তল পুরুষ বিভাগে নাম আছে অর্জুন সিং চিমা ও বরুণ সিং-এর। এয়ার পিস্তলের মহিলা বিভাগে নাম রয়েছে রিদম সাংওয়ান, সুরভী রাও-এর। ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তলের পুরুষ বিভাগে নাম রয়েছে অনীশ, বিজয়বীর সিধুর। ২৫ মিটার স্পোর্টস পিস্তলের মহিলা বিভাগে নাম রয়েছে রিদম সাংওয়ান, সিমরনপ্রীত কৌর ব্রার-এর। ট্র্যাপ পুরুষ বিভাগে নাম রয়েছে বিভান কাপুর, ভৌনিশ মেন্দিরাত্তার এবং ট্র্যাপ মহিলা বিভাগে নাম রয়েছে রাজেশ্বরী সিং কুমারী, শ্রেষ্ট কুমারীর। স্কিট পুরুষ বিভাগে নাম রয়েছে অনন্তজিৎ সিং নারুকা, মাইরাজ আহমেদ খানের এবং স্কিট মহিলা বিভাগে নাম রয়েছে গণমত শেখন, মহেশ্বরী চৌহানের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed