October 7, 2024

আবার ১৪ দিনের জেল হেফাজত সন্দীপদের, ১৮টি ডিভাইসের ক্লোনিং, নতুন তথ্য সিবিআইয়ের হাতে!

0

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চার জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই। সোম দূপুরে সন্দীপ-সহ আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত চার জনের শুনানি হয় আলিপুরে সিবিআই বিশেষ আদালতে। চার জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সুজিতকুমার ঝা। আদালতে সিবিআইয়ের দাবি ছিল, আরজি করে দুর্নীতিতে অভিযুক্তেরা ‘অত্যন্ত প্রভাবশালী’। ফলে তাঁরা অন্য সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সিবিআইয়ের এই যুক্তি শুনেই শেষমেশ অভিযুক্তদের আগামী ৭ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সন্দীপ ছাড়াও জেল হেফাজত হল সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলির।

আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের দাবি, মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমরি কার্ড-সহ অন্তত ১৮টি ডিজিটাল ডিভাইসের ‘ক্লোনিং’ করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখছে সিবিআই। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ১৯ অগস্ট গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ। এরপর গ্রেফতার হন আফসর, বিপ্লব এবং সুমন। আর্থিক দুর্নীতিতে সন্দীপের পাশাপাশি নাম জড়িয়েছিল তাঁদেরও। অভিযোগ ছিল, সন্দীপ ধৃত তিন জনকে বেআইনি ভাবে হাসপাতালে নানা সুবিধা পাইয়ে দিয়েছিলেন। ১৪ সেপ্টেম্বর চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার হন সন্দীপ। মক্কেলের জামিনের আবেদন করেছেন বিপ্লবের আইনজীবী। ৩০ সেপ্টেম্বর সেই মামলার শুনানি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed