‘মা উড়ালপুলে’ রক্তাক্ত পুলিশ, চিনা মাঞ্জায় কপাল কেটে হাসপাতালে ভর্তি
নিষিদ্ধ চিনা মাঞ্জা। বিক্রি বন্ধ করার নানা তোড়জোড় হলেও এখনও ঠেকানো যায়নি। শহরের নানা জায়গায় ঘুড়ির বাজারে নজরদারির কথা আগেই বলেছিল প্রশাসন। কলকাতা শহরের নানা রাস্তায় বিশেষ করে উড়ালপুলগুলিতে এই বিপজ্জনক চিনা মাঞ্জায় আহত হওয়ার অনেক ঘটনা ঘটেছে। চিনা মাঞ্জার দৌলতে বারবার পথ দুর্ঘটনা ঘটেছে কলকাতায়। প্রাণ গিয়েছে মোটরবাইক আরোহীর। চিনা মাঞ্জার জেরে রক্তাক্ত পুলিশ অফিসার। পুলিশ অফিসারের রক্তে ভাসল রাজপথও। মা উড়ালপুলে যাওয়ার সময় রক্তাক্ত হলেন পুলিশ অফিসারের মাথায় আঘাত লেগেছে। তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, চিনা মাঞ্জায় আক্রান্ত পুলিশ অফিসারের নাম শাহনওয়াজ আলি, বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব–ইন্সপেক্টর পদে কর্মরত। বিকেলে মোটরবাইক চালিয়ে পার্ক সার্কাস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিলেন শাহনওয়াজ আলি। পিছনে তাঁর আরোহী ছিলেন। উড়ালপুল দিয়ে তিনি যখন আসছিলেন তখন ঘুড়ির সুতো চিনা মাঞ্জা তাঁর কপালে লেগে জড়িয়ে গিয়ে কেটে গলগল করে রক্ত রাস্তায় পড়তে থাকে। এমন অবস্থাতে মোটরবাইক উড়ালপুলের ধারে রাখার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উড়ালপুলে তারের জাল লাগিয়েও চিনা মাঞ্জা ঠেকানো যায়নি। আর নজরদারির ফাঁক গলে চিনা মাঞ্জায় এখনও একের পর এক দুর্ঘটনার কবলে মোটরবাইক চালকরা।