October 3, 2024

কমনওয়েলথ মনু ভাকের, রিঙ্কু সিংরা? ২০২৬ সালের কমনওয়েলথ গেমস হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে

0

কমনওয়েলথ গেমসে মনু ভাকের, হরমনপ্রীত সিংহ, রিঙ্কু সিংহদের? ২০২৬ সালের কমনওয়েলথ গেমস হবে স্কটল্যান্ডে। সেখানে শুটিং, কুস্তি, ক্রিকেট, হকি হবে কি না তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। খেলা কমে যাওয়ায় ভারতের পদক জয়ের আশাও কমছে। প্রথমে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ২০২৬ সালের কমনওয়েলথ গেমস হওয়ার কথা ছিল। ভিক্টোরিয়া সরে দাঁড়িয়েছে। পরিস্থিতিতে এই প্রতিযোগিতা হবে কি না তা নিয়েই সংশয় দেখা গিয়েছিল। এগিয়ে এসেছে স্কটল্যান্ড। গ্লাসগোতে হবে প্রতিযোগিতা।

২০২২ সালে বার্মিংহ্যামে ১৯টি খেলা হয়েছিল। গ্লাসগোতে অত খেলা হবে না। উদ্যোক্তারা জানিয়েছেন, ১০টি খেলা হবে। খুব বেশি হলে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে ১৩টি খেলা হতে পারে। সেখানেই সমস্যা ভারতের। ভিক্টোরিয়ায় মার্চ মাসে কমনওয়েলথ গেমস হওয়ার কথা ছিল। গ্লাসগোতেও যদি সেই সময়েই খেলা হয় তা হলে সেই সময় প্রচণ্ড ঠান্ডা থাকবে। ২০১৪ সালে গ্লাসগোতেই কমনওয়েলথ গেমস জুলাই-আগস্টে প্রতিযোগিতা হয়েছিল। ২০২৬ সালে সেই সময় প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয়। সেই সময় অন্য বড় প্রতিযোগিতা রয়েছে।

যত দ্রুত দৌড়তেন তার থেকে কম সময়ে বিতর্কে জড়িয়েছেন, কেন বার বার প্রশ্ন প্রশাসক ঊষাকে নিয়ে
সে বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবল বিশ্বকাপ। ১৫ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত হবে পুরুষ ও মহিলাদের হকির বিশ্বকাপ। ভারতে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপও রয়েছে। সেই সময় ক্রিকেটেরও বেশ কয়েকটি সিরিজ় রয়েছে। মার্চেই কমনওয়েলথের আয়োজনের জন্য খেলার সংখ্যা কমবে।
সাঁতার ও অ্যাথলেটিক্স হবেই। কিন্তু শুটিং, কুস্তি, হকি ও ক্রিকেট হওয়ার সম্ভাবনা কম। ২০২২ সালে ভারত মোট ৬১টি পদক জিতেছিল, যা সর্বাধিক। তার মধ্যে ২২টি সোনা ছিল। কুস্তিতে ১২, ভারোত্তোলনে ১০, অ্যাথলেটিক্সে ৮, বক্সিং ও টেবল টেনিসে ৭টি করে পদক জিতেছিল ভারত। প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে ভাল করেছে ভারত। জোড়া পদক জিতেছেন মনু ভাকের। কুস্তি, শুটিংয়ের মতো খেলা না থাকে তা হলে ভারতের প্রতিযোগীর সংখ্যা কমবে। পদক জেতার আশাও কমবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed