February 17, 2025

চেন্নাইয়ে জোড়া লক্ষ্য, ৪ উইকেট জসপ্রীত বুমরাহ?আইপিএলের হোম গ্রাউন্ডে আরও একটি মাইলফলক ছুঁতে চান জাদেজা

0
Rabindra Jadeja

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে ভারত। ৩ উইকেট হারিয়ে ৮১ রান টিম ইন্ডিয়ার। ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা জানিয়ে দিলেন, ঠিক কত রানে লিড নিতে চায় ভারত। ভারতীয় অলরাউন্ডার মনে করেন, ৪৫০ রানের লিড যথেষ্ট। জাড্ডু জানান, আরও ১২০ থেকে ১৫০ রান তুলতে হবে তাঁদের। ম্যাচ শেষে জাদেজা বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ভাল ব্যাট করতে হবে। আমাদের আরও ১২০ থেকে ১৫০ রান যোগ করতে হবে। তাহলে আর চিন্তা করতে হবে না। আমরা ভাল জায়গায় থাকব। বল করতে নেমে বাংলাদেশকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোর চেষ্টা করব।’

চেন্নাইয়ের চিপক তাঁর ঘরের মাঠ। আইএসএলে বছরের পর বছর চেন্নাই সুপার কিংসে খেলার সুবাদে এমএ চিদম্বরম স্টেডিয়াম তাঁর কাছে ভীষণই পরিচিত। এই মাঠেই এবার টেস্টে ৩০০ তম উইকেট নিতে চাইছেন জাদেজা। তবে সেই মাইলফলক থেকে অনেকটাই দূরে আছেন তিনি। বর্তমানে তাঁর সংগ্রহ ২৯৪ উইকেট। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিতে হবে। যা অসম্ভব না হলেও খুবই কঠিন। এই প্রসঙ্গে জাদেজা বলেন, ‘শতরান করতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই আউট হয়ে গেলাম। তবে এটা খেলারই অঙ্গ। দ্বিতীয় ইনিংসে ভাল খেলতে হবে। ভাল বলও করতে হবে। চেন্নাইয়ের মাঠে টেস্টে ৩০০ তম উইকেট পেলে খুবই ভাল লাগবে।’ এদিন একশো করার হাতছানি ছিল জাদেজার সামনে। কিন্তু ৮৬ রানেই আউট হন। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন নিজের স্কোরলাইনে এক রানও যোগ করতে পারেননি। তবে বল হাতে জোড়া উইকেট তুলে নেন। ভাঙেন লিটন দাস এবং শাকিব আল হাসানের জুটি। দ্বিতীয় ইনিংসেও অলরাউন্ডার হিসেবে অবদান রাখতে চান জাড্ডু।

চেন্নাইয়ের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেছেন ভারতের জসপ্রীত বুমরাহ। জসপ্রীত বুমরাহ ১১ ওভারে ৫০ রান দিয়ে চার উইকেট শিকার করেছেন। এছাড়া আন্তর্জাতিক কেরিয়ারে ৪০০ উইকেট পূর্ণ করেন তিনি। বর্তমানে জসপ্রীত বুমরাহকে তিন ফর্ম্যাটেই বিশ্বের সেরা বোলার হিসেবে বিবেচনা করা হয়। ভারতসহ সারা বিশ্বে এই ফাস্ট বোলারের ভক্ত রয়েছে। আজকাল ছোট শিশু এবং তরুণ ক্রিকেটাররা জসপ্রীত বুমরাহের বোলিং অ্যাকশন নকল করার চেষ্টা করেন। তাঁরা জসপ্রীত বুমরাহের মতো বোলিং করতে চান, কিন্তু জসপ্রীত বুমরাহ বিশ্বাস করেন যে তার অ্যাকশন অনুলিপি করা ঠিক নয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed