আম্পায়ারদের মহতি উদ্যোগ, নিখরচায় স্বাস্থ্যশিবিরে উৎসাহ দিতে হাজির সৌরভ, ঝুলন, স্নেহাশীসরা
সম্পূর্ণ নিখরচায় স্বাস্থ্য শিবির। ময়দানের সকল আম্পায়ার, ক্রিকেটার, মাঠকর্মী, ক্রীড়া সাংবাদিক থেকে শুরু করে বঙ্গ ক্রিকেট সংস্থার সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্য সচেতনতার উদ্যোগ নিলেন আম্পায়রাররা।
আম্পায়ারস অব ক্রিকেট অ্যাসোসিয়েশেন অব বেঙ্গল আয়োজিত স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা, কান নাক গলা, ইসিজি, সকল প্রকার রক্ত পরীক্ষা করা হয়।
প্রতি বছরের মতো এই বছরেও আম্পায়ারদের উদ্যোগকে সাধুবাদ জানাতে হাজির প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রেসিডেন্ট স্নেহাশীস গাঙ্গুলী সহ বিশিষ্ট জনেরা