January 17, 2025

‌চ্যাম্পিয়ান বাংলার মেয়ে, অল ইন্ডিয়া সাব-‌জুনিয়র ন্যাশানাল র‌্যাঙ্কিং ব্যাডমিন্টন

0
8

অনূর্দ্ধ ১৩ সাব-‌জুনিয়ার ন্যাশানাল র‌্যাঙ্কিং ব্যাডমিন্টনের ফাইনাল। ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত বালক বিভাগের প্রথম ফাইনালে উত্তরাখন্ডের তন্ময় ভার্মা ২-‌১ সেটে হারান তামিলনাড়ুর সাথিয়া কুমারনকে। দ্বিতীয় ফাইনালে বালিকা বিভাগে তেলেঙ্গানার হামসিনি চাদরাম ২-‌০ সেটেহারান রাজস্থানের আনভি রাঠোরকে।

অনূর্দ্ধ ১৩ বালক বিভাগের ডাবলসে উত্তরাখন্ডের আদিত্য সিং নেগি ও তন্ময় ভার্মাকে ২-‌০ সেটে হারিয়ে দেন তেলেঙ্গানার কৃশভ পুপ্পালা ও চিন্ময় ওয়াংখড়ে। বালিকা বিভাগের ডাবলসে বাংলার আরিয়ামা চক্রবর্ত্তীর সঙ্গে জুটি বেঁধে অন্ধ্রপ্রদেশের লক্ষ্মী রচিপুডি হারান তামিলনাড়ুর জয়া সাপথা ও জাসিকা আনখাইয়াকে।

হরিনাভির স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত টুর্ণামেন্টে ৩৩ রাজ্যের ৫৫০ জন প্রতিযোগি অংশগ্রহন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ও আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ব্যাডমিন্টন তারকা ছাড়াও বিশিষ্ট জনেরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed