October 7, 2024

ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার আসরে পুরস্কারমূল্য বাড়ল

ডিসেম্বরই শহর কলকাতায় বসছে ধনীতম আন্তর্জাতিক ম্যারাথন দৌড়। কলকাতায় দৌড়ের উদ্দীপনা এবার আরও বেড়েছে। পূর্ব ভারতের সবচেয়ে বড় অংশগ্রহণমূলক ক্রীড়া উদযাপন, ‘‌টাটা স্টিল ২৫কে কলকাতা’‌, এবার নতুন রূপে হাজির হয়েছে ‘‌টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’‌ নামে। বিশ্ব অ্যাথলেটিক্সের গোল্ড লেভেল অর্জনকারী ম্যারাথন। ২০১৪ সালে শুরু হওয়া এই দৌড়টি ধীরে ধীরে ব্রোঞ্জ এবং সিলভার লেভেল অতিক্রম করে এবার গোল্ড লেভেলে পৌঁছেছে। ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত দৌড় বিশ্বের প্রথম ২৫ কিলোমিটার গোল্ড লেভেল রেস ও বিশ্বের সবচেয়ে ধনীতম 25 কিলোমিটার দৌড় হিসেবেও পরিচিত। ভারতীয় মুদ্রায় মোট পুরস্কারমূল্য প্রায় ১২ কোটি টাকা।

কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে দৌড়বে কলকাতা। বুধ বিকালে একটি পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানে টাটা স্টিলের শীর্ষকর্তাদের পাশাপাশি টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। কৌশানী গত বছর থেকেই এই দৌড়ের প্রচারমুখ। তিনি বলেন, “আমি প্রচণ্ড ফিটনেস ফ্রিক। জিমে নিয়মিত যেতে না পারলেও, দৌড়টা বাদ যায় না। আমি নিয়মিত দৌড়াই। সকালে খালি পেটে দৌড়াই আমি। বলতে পারেন এটা আমার ট্রান্সফর্মেশনের রাস্তা। শহর কলকাতার এই পরিস্থিতিতে, নিজে একটি মেয়ে হিসেবে, অন্য মেয়েদের রাজপথে দৌড়াতে দেখতে পাব ভেবেই ভাল লাগছে।”

টাটা স্টিলের উপাধ্যক্ষ (‌‌কর্পোরেট পরিষেবা‌)‌ চানক্য চৌধুরী বলেন, “টাটা স্টিল-এ আমরা সবসময় বিশ্বাস করেছি যে খেলাধুলা সম্প্রদায়গুলিকে একত্রিত ও অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা, এখন একটি সুখ্যাত বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রেস, শুধুমাত্র একটি দৌড় নয়, প্রত্যাবর্তন, ফিটনেস এবং একতার উৎসব।”

ম্যারাথন দৌড়ে মোট পাঁচটি ক্যাটেগরি: ২৫ কিলোমিটার, ওপেন ১০ কিলোমিটার, আনন্দ দৌড় (প্রায় ৪.৫ কিলোমিটার), প্রবীণ নাগরিকদের দৌড় এবং বিশেষ ভাবে সক্ষমদের দৌড়। ১৯ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই দৌড়ে নাম নথিভুক্ত করা যাবে। দৌড়টি কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি কলকাতা শহরের জন্য একটি গর্বের বিষয়। এই দৌড়টি শহরের মানুষকে স্বাস্থ্য সচেতন হতে উৎসাহিত করবে এবং শহরের পর্যটনকেও উন্নত করবে। গত আট বছর ধরে শীতের সকালে কলকাতা ম্যারাথন বেশ প্রচলিত প্রথা বললে ভুল হবে না৷ চলতি বছর বাড়ল প্রতিযোগিতার পুরস্কার মূল্য, বলে জানালেন আয়োজকরা৷ পুরুষ ও মহিলা বিভাগে সমপরিমাণ পুরস্কারমূল্যের ভারতীয় মুদ্রায় বেড়ে হল ১ কোটি ১৯ লক্ষ টাকা৷ ম্যারাথনের মুখ অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়৷ ম্যারাথনের আরেক মুখ মহিলা ক্রিকেটের কিংবদন্তি বাংলার ঝুলন গোস্বামী৷

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed