পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজ সই করলেন বাগানে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখেই রক্ষণকে আরও শক্তিশালী সবুজ মেরুনের
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। বড় চমক দিল সবুজ মেরুন। এশিয়া লিগে দলের ডিফেন্সকে শক্তিশালী করতে পর্তুগিজ তারকা ডিফেন্ডারকে নুনো রেইজকে সই করাল গঙ্গাপারের ক্লাবটি। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে এবং রক্ষণকে আরও শক্তিশালী করতেই সই করানো হয়েছে পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার কাম সেন্ট্রাল মিডিওকে।
এই মরসুমে এখনও পর্যন্ত ডিফেন্স নিয়ে বেশ ভুগতে হয়েছে মোহনবাগানকে। ডুরান্ড কাপের ফাইনাল এবং আইএসএলের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও গোল হজম করতে হয়েছে রক্ষণের ভুলে। সে কারণেই এশিয়া লেভেলের ম্যাচের আগে নিয়ে আসা হল নুনোকে। ডিফেন্সের পাশাপাশি সেন্ট্রাল মিডিও হিসেবে খেলে ওপরে বল বাড়াতে পারবেন তিনি। পুরোপুরি দেশীয় মাঝমাঠ না খেলিয়ে একজন বিদেশি খেলানোর অপশন থাকছে মলিনার কাছে। কলকাতা কবে আসছেন তা এখনও জানা না গেলেওভিসার জন্য আবেদন করেছেন নুনো। যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে অনুশীলনে নামানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। এর আগে জেমি ম্যাকলারেনের সঙ্গে মেলবোর্ন সিটির জার্সিতে খেলেছেন নুনো। ছয় ফুট উচ্চতার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের এই ডিফেন্ডার পর্তুগাল যুব দলের অধিনায়কত্ব করেছেন। সবমিলিয়ে যুব পর্যায়ে পর্তুগালের জার্সিতে ৭৫ টি ম্যাচ খেলেছেন।
মোহনবাগানে যোগ দিয়ে নুনো জানিয়েছেন, ‘মোহনবাগানে যোগ দেওয়ার অন্যতম কারণ ক্লাবের ঐতিহ্য, পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য। এছাড়া ক্লাব ফুটবল ম্যানেজমেন্টের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। সবুজ মেরুন সমর্থকদের আবেগ এবং উচ্ছ্বাসের কথাও শুনেছি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। খুব তাড়াতাড়ি ভারতে আসছি। সবুজ মেরুন জার্সিতে দেখা হবে।’