October 4, 2024

ভারী বর্ষণ জারি থাকবে? রাতভর বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে

0

টানা বৃষ্টি চলছে কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে। কখনও বৃষ্টির বেগ বাড়ছে, কখনও কমছে। আলিপুর আবহাওয়া দফতর জানাল, শনিবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। শনিবার দক্ষিণের দু’টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপ ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরেছে। গত ছ’ঘণ্টায় তার গতি ছিল ঘণ্টায় ২৩ কিলোমিটার। নিম্নচাপটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তার অবস্থান বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গের উপর। ক্যানিং থেকে উত্তর-পূর্ব দিকে ৯০ কিলোমিটার এবং কলকাতা থেকে পূর্ব-উত্তর পূর্ব দিকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে ওই নিম্নচাপ। শনিবার সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপ রূপেই তা ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। তার পর শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। নিম্নচাপ পরিস্থিতির দিকে অনবরত নজর রেখেছে আলিপুর হাওয়া অফিস।

উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ক্রমেই উত্তরপশ্চিম দিকে সরে দক্ষিণবঙ্গের ওপরে চলে এসেছে। এর আগে ১৩ তারিখ বিকেল বেলাই সেটি বাংলাদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে ঢুকেছে। এই আবহে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গতকালকের পর আজও লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে আবহাওয়া অফিস জানাচ্ছে, আজকের পর রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টি কমবে। তবে কয়েকটি জেলায় রবিতেও জারি থাকতে পারে ভারী বর্ষণ।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আজ শহরে মাঝারি বৃষ্টি হতে পা। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। এই আবহে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। এবং তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা আজ ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের আশেপাশেই। দক্ষিণবঙ্গে কলকাতার পাশাপাশি বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অধ্যধিক বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। ২০ তারিখ পর্যন্ত বাংলার সব জেলাতেই অল্পবিস্তর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed