October 7, 2024

আরজি করের মর্গে বেওয়ারিশ দেহ বিক্রি হত অবৈধভাবে!তার পেছনে সন্দীপ ঘোষের নামও জড়াচ্ছে, অভিযোগ?

0

আরজি করের মর্গে বেওয়ারিশ দেহ বিক্রি করা হত অবৈধভাবে। আর তার পেছনে সন্দীপ ঘোষের নামও জড়াচ্ছে বলে অভিযোগ। আরজি করের ঘটনায় কার্যত বিচলিত বিভিন্ন মহল। এই ঘটনায় গ্রেফতার সঞ্জয় রায়। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। সিবিআইয়ের নজরে আরজি করের মর্গ। আর সেই মর্গকে ঘিরে সন্দেহ বেড়ে গিয়েছে সঞ্জয়ের মোবাইলে থাকা একাধিক ভিডিয়ো দেখে। সূত্রের খবর, সেই ভিডিয়োতে নাকি দেখা গিয়েছে শবের সঙ্গে সঙ্গম করছে সঞ্জয়। চমকে ওঠেন তদন্তকারীরা। খোঁজ নিয়ে দেখা যায় অনেক রাত পর্যন্ত আলো জ্বলত মর্গে। কী কাজ হত অত রাতে? প্রশ্নের উত্তর নেই।

সেই সঙ্গেই প্রশ্ন উঠছে সঞ্জয়ের কি মানসিক বিকৃতি ছিল? নাকি এর পেছনে ছিল পর্ন ব্যবসা ? খতিয়ে দেখছে সিবিআই। তবে সঞ্জয়ের ফোন ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন বহুক্ষণ ধরে পর্ন দেখত সঞ্জয়। কার্যত ডুবে থাকত পর্নে। এবার প্রশ্ন উঠছে সঞ্জয়ের এই কাজে আর কারা যুক্ত ছিল? তার পক্ষে তো একলা ভিডিয়ো করা সম্ভব নয়। তাহলে আর কারা যুক্ত ছিল? ঘটনা যদি বাস্তবে সত্য হয় তবে আর জি করের ঘটনার মোড় ঘুরে যেতে পারে। সূত্রের খবর প্রাথমিকভাবে ঘটনার পরে একটা সন্দেহ করা হচ্ছিল যে প্রথমে ওই চিকিৎসককে খুন করা হয়েছিল। তারপর ধর্ষণ করা হয়েছিল। প্রাথমিকভাবে তেমনটাই জানা গিয়েছিল। তবে কি তার পেছনেও ছিল সেই ভয়াবহ নেশা? একলা সঞ্জয় রায়ের পক্ষে এই ঘটনা করা সম্ভব নয়। এবার প্রশ্ন সেই সঞ্জয়ের সঙ্গে তবে কে ছিল?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed