আইএসএলের আগে জাঁকজমক অনুষ্ঠানে মহমেডান, জার্সি উন্মোচন, অভিষেক বছরই চমকের প্রতিজ্ঞা
প্রথমবার আইএসএলে কলকাতার তিন প্রধান। সোমবার ঘরের মাঠে দেশের সেরা ফুটবল লিগে অভিযান শুরু হবে মহমেডান স্পোর্টিংয়ের। তার আগে একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে মহমেডানের জার্সি উন্মোচন করা হল। বৃহস্পতি রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে আইএসএল দলের আত্মপ্রকাশ ঘটল। এক ছাদের তলায় তারকার সমাহার। যেন চাঁদের হাট। অধিনায়ক সামাদ আলি মল্লিক থেকে শুরু করে দলের বিদেশিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন মহমেডানের সভাপতি আমিরুদ্দিন ববি, সহ সভাপতি কামারুদ্দিন সহ ক্লাবের অন্যান্য কর্তারা। ছিলেন মহমেডানের অন্যতম ইনভেস্টর শ্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি এবং সংস্থার চেয়ারম্যান তমাল ঘোষাল। অনুষ্ঠানের মঞ্চেই রাহুল টোডির জন্মদিনের কেক কাটা হয়। প্লেয়ারদের সই করা জার্সি তাঁকে উপহার দেওয়া হয়। প্রথম বছরেই মহমেডানকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। রাহুল টোডি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে মহমেডানের সমর্থকরা আছে। আমরা অনেক কষ্ট করে আইএসএলে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছি। আমরা এই জায়গা থেকে দলকে এগিয়ে নিয়ে যাব।’ আমিরুদ্দিন ববি বলেন, ‘বাঙ্কারহিলকে নিয়ে আমরা আইএসএলে উঠেছি। এই জায়গায় পৌঁছতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এবার আমরা সঙ্গে শ্রাচি গ্রুপকে পেয়েছি। আইএসএলে ভাল দল করার চেষ্টা করেছি। ভাল রেজাল্টের বিষয়ে আশাবাদী।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সৃঞ্জয় বসু প্রমুখ। কিন্তু ব্যক্তিগত কারণে দিল্লিতে থাকায় অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং।
আইএসএলে সমর্থকদের মাঠ ভরানোর অনুরোধ জানান কোচ আন্দ্রে চের্নিশভ। জানান, এই পর্যায়ে সব ম্যাচ জেতা সম্ভব নয়। তবে ভাল ফুটবল উপহার দিতে চান। চের্নিশভ বলেন, ‘আইএসএলের মান আই লিগের থেকে অনেকটাই বেশি। সেরা ভারতীয় এবং বিদেশিরা খেলে। রেজাল্টি কী হবে কেউ জানে না, তবে আমরা ভাল ফুটবল খেলার চেষ্টা করব। প্রথম ম্যাচ আমাদের কাছে স্পেশাল। আমি চাই প্রত্যেক ম্যাচেই সমর্থকরা মাঠে আসুক। জানি সাপোর্টাররা ইতিবাচক রেজাল্ট চায়। আমরাও প্রত্যেক ম্যাচ জিততে চাই। কিন্তু সেটা হয়তো সম্ভব নয়। তবে আমরা লড়াই করব। ভাল ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম বছরই চমক দিতে চাই।’ এদিন ঢাকঢোল বাজিয়ে এক গমগমে অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচনের অনুষ্ঠানের সূচনা হয়। আইএসএলের গোটা দলকে মঞ্চে ডেকে নেওয়া হয়। রিজার্ভ দলের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে আইএসএলে খেলছে মোহনবাগান, ইস্টবেঙ্গল। দেশের সেরা লিগে কোনওদিন এইভাবে কলকাতার দুই প্রধানের আত্মপ্রকাশ ঘটেনি।