October 11, 2024

চোট চিন্তায় মোহনবাগান! আইএসএল-‌এর মুম্বই ম্যাচে নেই ম্যাকলারেন! আনফিট রদ্রিগেজও…

0

আইএসএল শুরু হতে বাকি মাত্র ৩ দিন। ঘাড়ে বরফ ম্যাকলারেনের। হাল্কা ফিজিকাল ট্রেনিং। আগামী কয়েকটা ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। অনুশীলনে কিছুটা ফিট ডিফেন্সিভ মিডিয়ো আলবার্তো রদ্রিগেজকে। ডিফেন্সে বোঝাপড়ার অভাব চিন্তায় রাখছে মোলিনাকে। সল্টলেক স্টেডিয়ামে আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান। আইএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস এবং নকআউট চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। প্রতিপক্ষ মুম্বই আইএসএলের অন্যতম শক্তিশালী দল। ঘরের মাঠে মোহনবাগান যে খুব অ্যাডভান্টেজ পাবে আশা করা বোকামি। বাগান কোচের চিন্তা বাড়িয়েছে দলের সেরা ফুটবলার জেমি ম্যাকলারেনের চোট। প্রায় দেড় মাস হতে চলল। এখনও ফুল ফিট নন। হাল্কা অনুশীলন। আর বরফ বেঁধে বসে থাকা। ফিটনেস টেস্টে পাশ করে আসা অজি বিশ্বকাপারের চোট নিয়ে সন্দিহান মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষ।

আইএসএল শুরুর আগে মোহনবাগান ফুটবলারদের ওপেন ডোর অনুশীলন, অর্থাৎ কর্তা-সমর্থক সকলেরই আসার অনুমতি থাকায় সমর্থকরা পুস্প বৃষ্টি স্লোগান দিলেন দিমিদের। পেত্রাতোসও ফুল ফিট বা ছন্দে নেই। ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচেই প্রমাণ। হেক্টর য়ুসতে, আনোয়ার আলির একসঙ্গে বেরিয়ে যাওয়া বাগানের রক্ষণে বড় ফাঁক তৈরি করেছে। চিন্তায় মোলিনা। দীপেন্দু বিশ্বাসের সঙ্গে টম আলদ্রেডকে মুম্বই সিটি ম্যাচের আগে বেশ খানিক্ষণ আলাদা করে অনুশীলন করালেন কোচ মোলিনা। দীপেন্দু ভালো ফুটবলার হলেও আইএসএলের বিদেশি ফুটবলারদের বিপক্ষে পজিটিভ সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে তাঁর খেলার অভিজ্ঞতা কম। আক্রমণের ফুটবলার কমিয়ে বাগানের রক্ষণকে সাপোর্ট দেওয়ার জন্য জোড়া ডিফেন্সিভ মিডিয়ো আপুইয়া এবং অনিরুদ্ধ থাপাকেই মুম্বই ম্যাচে খেলাতে পারেন বাগান কোচ মোলিনা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed