October 11, 2024

প্যারিসে হরবিন্দর-প্রীতির হাতে জাতীয় পতাকা, প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের তারকার মেলা

0

সাতটি সোনাসহ ভারতের ঝুলিতে ২৯টি পদক। তালিকায় ভারত ১৮তম স্থানে। বৃষ্টিভেজা প্যারিস। তার মধ্যেই এবারের মতো সমাপ্ত হল প্যারালিম্পিক। ভারতের ঝুলিতে ঢুকেছে ২৯টি পদক। প্যারালিম্পিকে একরম সাফল্য প্রথম ভারতের। সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা বহনের দায়িত্বে ছিলেন দেশের হয়ে ইতিহাস তৈরি করা দুই ক্রীড়াবিদ হরবিন্দর সিং ও প্রীতি পাল। অলিম্পিকে সেরকম সাফল্য পায়নি ভারত। সেই অপ্রাপ্তি সম্পূর্ণভাবে ভরিয়ে দিয়েছে প্যারালিম্পিক। ক্লাব থ্রোয়ে ধরমবীর সিং, তিরন্দাজিতে হরবিন্দর সিং, জ্যাভলিনে সুমিত আন্টিল, ব্যাডমিন্টনে নীতেশ কুমার, শুটিংয়ে অবনী লেখারা এবং জ্যাভলিনে নভদীপ সিং স্বর্ণপদক জিতেছেন। সব মিলিয়ে ৭টি সোনা। প্যারালিম্পিকের তালিকায় ভারত শেষ করেছে ১৮তম স্থানে।

সমাপ্তি অনুষ্ঠানের বৃষ্টিভেজা প্যারিসে অনেক প্রতিযোগীই বসেছিলেন রেনকোট পরে। ২২ হাজার দর্শকের সামনে চলল সঙ্গীতানুষ্ঠান। বক্তৃতা আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির প্রধান অ্যান্ড্রু পার্সনসের। একের পর এক প্রবেশ করলেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা। ভারতের পতাকা হাতে উজ্জ্বল ছিলেন হরবিন্দর ও প্রীতি। পুরুষদের তিরন্দাজিতে ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছেন হরবিন্দর সিং। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক জিতেছেন হরবিন্দর। মহিলাদের টি-৩৫ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছিলেন প্রীতি পাল। প্যারালিম্পিকের স্প্রিন্টে এটাই প্রথম পদক ভারতের। ২০০ মিটার দৌড়েও ব্রোঞ্জ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed