টেস্ট দলে ফিরলেন পন্থ, বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পেলেন বাংলার আকাশ দীপও
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করল বিসিসিআই। ভারতীয় টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ। গুরুতর গাড়ি দুর্ঘটনার ২০ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। দলে ফিরছেন বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টেস্ট দলে সুযোগ পেলেন বাংলার আকাশ দীপ। ভারতের হয়ে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন তরুণ পেসার যশ দয়াল। ২০২২ সালের ডিসেম্বরে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধেই শেষ টেস্ট ম্যাচ খেলেন ঋষভ পন্থ। তারপরই দুর্ঘটনার কবলে পড়েন। আইপিএল দিয়ে আবার ক্রিকেটে ফেরেন পন্থ। নজর কাড়েন নির্বাচকদের। তারপর টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পান।
চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফেরার কথা ছিল মহম্মদ সামির। শোনা যাচ্ছিল, বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছিলেন বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর। কিন্তু বাংলাদেশ সিরিজে ফেরা হচ্ছে না বাংলার তারকা পেসারের। শাকিবদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট। ভারত-বাংলাদেশের মধ্যে মোট ১৩টি টেস্ট খেলা হয়েছে। তারমধ্যে ১১টি জিতেছে ভারত। দুটো টেস্ট ড্র হয়েছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর ভারতে খেলতে আসছে বাংলাদেশ।
ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।