দেশের হয়ে অভিষেক কিয়ানের, অনুশীলনেই মন জিততে চান ডার্বিতে হ্যাটট্রিক করা কিয়ান
দল বদল। মোহনবাগান থেকে চেন্নাইয়িনে যোগ। প্রথম বার জাতীয় দলে ডাক। কিয়ান নাসিরি জানিয়েছেন, দেশের জার্সিতে প্রথম বার খেলার ইচ্ছে রয়েছে ঠিকই। তবে সুযোগ না পেলেও অনুশীলন থেকে শিক্ষা নিতে চাইছেন। ঘরোয়া ফুটবলে অনেক দিনই খেলছেন। তবে প্রথম বার জাতীয় দলে সুযোগ পাওয়া। এক অন্য অভিজ্ঞতা কিয়ান নাসিরির।
সর্বভারতীয় ফুটবল সংস্থার ওয়েবসাইটে কিয়ান বলেছেন, “আমি এখানে ডাক পেয়ে খুশি। প্রথম বার জাতীয় শিবিরে এসেছি। নিজের নাম দেখে খুব ভাল লেগেছে। যদি কোচ মনে করেন মাঠে নামানোর সঠিক সময় হয়েছে, আমি তার জন্য তৈরি। তবে এ বার সেই মুহূর্ত না এলেও অসুবিধা নেই। দেশের সেরা ২৬ জন খেলোয়াড়ের সঙ্গে প্রস্তুতির সময়টা উপভোগ করতে চাই। কঠোর পরিশ্রম করলে আগামী দিনে ঠিকই সুযোগ মিলবে।”
জাতীয় শিবিরে প্রথম তবে নাসিরির আশেপাশে অনেক চেনা মুখই প্রসঙ্গে বলেন, “প্রথম বার শিবিরে এসে ভেবেছিলাম হয়তো খুব ভাল লাগবে না। দ্রুত বুঝতে পারলাম, অনায়াসে বাকিদের সঙ্গে মিশে যেতে পারছি। অন্য ক্লাবে যাদের শত্রু হিসাবে ভাবতাম তারাই এসে সাহায্য করছে। ভাবতেই পারিনি এমন হবে।”
প্রাক্তন ফুটবলার জামশিদ নাসিরির পুত্র বছর তিনেক আগে আইএসএলের কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন। বাবার সঙ্গে প্রতিনিয়ত তুলনার বিষয়টায় পাত্তা না দিয়ে কিয়ান বলেন, “অনেকেই বলে, আমার বাবা এই করেছে, ওই করেছে। তার কোনও প্রভাব আমার মধ্যে পড়ে না। আমি নিজের মতো খেলতে চাই।”