January 17, 2025

রুইকাতলা থেকে চুনোপুঁটির তালিকা, বড় সিন্ডিকেটের হদিস!‌ হাসপাতালের সঙ্গে জড়িত ব্যবসায়ী, ঠিকাদার, স্বাস্থ্যকর্তা বা প্রভাবশালী রাজনৈতিক নেতা

0
Sandip

‘চেন সিস্টেম’-এ আর জি করে দুর্নীতি চক্র চলত? প্রশ্নে সিবিআই কর্তার কথায়, ‘‘সন্দীপ-সহ চার জনকে ধরলেও বড় সিন্ডিকেটের হদিস মিলেছে। রুইকাতলা থেকে চুনোপুঁটির তালিকা তৈরি হচ্ছে। হাসপাতালের সঙ্গে জড়িত ব্যবসায়ী, ঠিকাদার, স্বাস্থ্যকর্তা বা প্রভাবশালী রাজনৈতিক নেতা। নানা জনের ভূমিকা নিয়েও বহু প্রশ্ন।” খাট, ওষুধ এবং সরঞ্জামেই মাসে ৭-৮ কোটির দুর্নীতি আরজি করে! কী ভাবে চলত চক্র, তদন্তে সিবিআই। প্রযুক্তি বিশিষ্ট মহার্ঘ খাট পুরনো বা বিকল হলে তা কর্তাদের বিশ্বস্ত সংস্থাকে দিয়ে মেরামত করিয়ে ফের ব্যবহার করা হত। দেখানো হত, নতুন খাট কেনা হয়েছে।

কয়েকশো শয্যা রয়েছে হাসপাতালে। প্রতি মাসে প্রায় ১০-১৫টি খাট নষ্ট হয়ে গিয়েছে বলে রিপোর্ট তৈরি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিভিন্ন ধরনের শয্যার জন্য আলাদা ধাঁচের খাটই হাসপাতাল কর্তৃপক্ষ কেনেন বলে নথি মিলেছে। নানা কিসিমের খাটের এই ‘রসিদ’ আদতে ভুয়ো বলে সিবিআইয়ের কাছে অভিযোগ এসেছে। বেড, ওষুধ, অস্ত্রোপচার এবং চিকিৎসার সরঞ্জাম খাতেই আর জি করে মাসে অন্তত ৭-৮ কোটি টাকার দুর্নীতির কারবার। তদন্তকারীদের প্রাথমিক হিসেব। হাসপাতালে তিন ধরনের খাট কাজে লাগে। সাধারণ রোগীদের যে ধরনের শয্যায় ভর্তি রাখা হয়, তার এক-একটি ‘বেডের’ দাম ৩০-৪০ হাজার‌ টাকা। বিশেষ চিকিৎসার জন্য ভর্তি রোগীর ‘বেডের’ দাম ৭০-৮০ হাজার টাকা। আবার অস্ত্রোপচার কক্ষে ব্যবহৃত বিশেষ প্রযুক্তি বিশিষ্ট খাটের দাম প্রায় আড়াই-তিন লক্ষ টাকা। তদন্তকারীদের সূত্রে দাবি, মাসে মাসে এমন ১৫-২০টি বিভিন্ন ধরনের বেড কেনা হয়েছে বলে ভুয়ো নথি তৈরি করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধারাবাহিক ভাবে দুর্নীতি করা হয়েছে।

তদন্তকারীদের সূত্র বলছে, প্রযুক্তি বিশিষ্ট মহার্ঘ খাট পুরনো বা বিকল হলে তা কর্তাদের বিশ্বস্ত সংস্থাকে দিয়ে মেরামত করিয়ে ফের ব্যবহার করা হত। দেখানো হত, নতুন খাট কেনা হয়েছে। কসবার একটি সংস্থা এই দুর্নীতির দোসর বলে তদন্তে জানা গিয়েছে। এক সিবিআই কর্তার কথায় “এই ভাবে তিলে তিলে কোটি টাকার দুর্নীতি হয়েছে। অস্ত্রোপচারের নানা সরঞ্জাম কেনার ভুয়ো নথি তৈরি করেও ধাপে ধাপে প্রায় কোটি টাকার দুর্নীতি হয়েছে আর জি করে।” মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা স্যালাইন ব্যবহার করেও বিপুল খরচ দেখানোর অভিযোগ মিলছে।

সিবিআইয়ের এক কর্তা বলেন, “আর জি করের দুর্নীতিতে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী বিপ্লব সিংহ, সুমন হাজরা মিলে এই ওষুধ দুর্নীতিতে যুক্ত ছিলেন। সুমনের ‘হাজরা মেডিক্যাল’ সংস্থা মারফত ওষুধ কেনার নথি রয়েছে। যার বেশির ভাগটাই আসলে কেনা না হলেও কাগজে-কলমে কেনা হয়েছে দেখানো হত। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে ওষুধের কার্যকারিতা কমতে থাকে। কয়েক মাস পর্যন্ত তা ব্যবহার করা যায়। এমন ওষুধ কাজে লাগানো হত।” মেয়াদ-উত্তীর্ণ ওষুধের তারিখ বদলে ব্যবহার করা হত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed