স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন! টলিউডের ফেডারেশনের সভাপতির দিকে আঙুল তুলে তুলোধনা
আবার প্রশ্ন? কে স্বরূপ? চলচিত্র জগতে কী যোগ তাঁর? কী করেন স্বরূপ? টলিউড ভাঙিয়ে রোজগার? টলিউড থেকে স্বরূপের পকেটে আসে মোটা টাকা? র্যাকেট চালান স্বরূপ? অনেক প্রশ্ন। অনেক অভিযোগ। আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে টলিউডের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন। টলিউডের ডিরেক্টরস গিল্ড অর্থাৎ পরিচালকদের তরফে প্রকাশ করা হল এক এমনই এক বিস্ফোরক বিবৃতি। শুধু কি তাই? যৌন হয়রানি রুখতে সাম্প্রতিক কালে স্বরূপের তৈরি করা ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ‘সুরক্ষা বন্ধুর’ সারবত্তা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন টলিউডের প্রত্যেকেই। ফেডারেশনে এই সিদ্ধান্তকে ‘ক্ষমতাকেন্দ্রিক উদ্দেশ্য সাধন’ ও ‘হুইচ হান্টিং-এর হাতিয়ার বলে তোপ দাগিয়েছেন এই বাংলার পরিচালকদের একটা বড় অংশ।
কী বলছেন স্বরূপ?
পরিচালকদের এই ক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করলে বারবার ফেন কেটে দেন স্বরূপ। পরে আবার অপরিচিত নম্বর খেকে ফোন করলে স্বরূপ বিশ্বাসের বলেন, “আমি এখনও বিবৃতিটি পড়িনি। ওঁরা নিশ্চয়ই আমাকেও পাঠাবেন বা পাঠিয়েছেন। এখনও মেইল দেখিনি। আপাতত এই ব্যাপারে কোনও মন্তব্য করতে পারব না।”