January 17, 2025

‌‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’ আবার মেয়েদের রাত দখলের ডাক দিলেন রিমঝিমেরা!

0
Again RGKAR

একসাথে সকলে। ৮ সেপ্টেম্বর রাতে পথে নামবেন আবার। কর্মসূচির নাম ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। কর্মসূচির কথা বলতে গিয়ে রিমঝিমেরা সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির উল্লেখ করে তাঁরা জানান, গুপী গাইন যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন, সে ভাবেই শাসকদের ঘুম ভাঙাতে চান। রিমঝিমেরা আশাবাদী, তাঁদের ডাকে আবারও বাংলা সরব হবে। সাধারণ নাগরিক পা মেলাবেন, গলা ফাটাবেন বিচারের দাবিতে। সাংস্কৃতিক আঙ্গিকে রাত দখল হবে বলেও জানান রিমঝিমেরা। গানের দল, নাচের দল, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে। ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। ঠিক তার আগের রাতেই পথে নামবেন আন্দোলনকারীরা।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। ‘বিচার চাই’, দাবি তুলে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে খ্যাতনামীরা। প্রায় প্রতি দিনই কোনও না কোনও প্রতিবাদ কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতার রাজপথ দখল করছেন আন্দোলনকারীরা। প্রশ্নের পর জাগছে প্রশ্ন?‌ কোথায়, কোথায় এমন সিদ্ধির প্রতিফলন! ক্ষমতাশীল চেয়ারের নিচে অরাজকতার মূষিক (ইঁদুর) কুট কুট করে কেটে ছিন্নভিন্ন করছে সমাজ… সিদ্ধিদাতা কোথায়? মস্তিকের অন্ধকারে মানবিকতার লেশমাত্র দেখিনা রাষ্ট্র নামক যন্ত্রের সামনে। এই কী সংস্কৃতি? বঙ্গীয় বৈভব? বিশ্ববাংলার আস্ফালন?! গণতন্ত্রের গণেশ উল্টে গেছে খুন, কারচুপি, ধর্ষণের আড়ালে সে তো কবেই! তবে আর কিসের প্রজ্ঞা? কি বা সিদ্ধিদাতার উদযাপন? শুধু ব্যবসা?! তার বাইরে বাকি গুলো নাহলেও চলবে? সুখ করণীয়, দুখ হরণীয় গণপতি তুমি কী দেখছ না, তোমার কোটি কোটি সন্তান আজ রাজপথে, শুধু একটু নৈতিকতার আশায়! বললেন খোদ অপরাজিতাই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed