October 3, 2024

ইডি-‌র তল্লাশি হাওড়ায় বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের বাড়িতে!‌ ‘সন্দীপ-ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিতরা আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইএর নজরে

0

আবার ইডির তল্লাশি অভিযান। হাওড়ায় তল্লাশি চলছে বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের বাড়িতে। তল্লাশি সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। ইডির তদন্তকারীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। ‘সন্দীপ-ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত সন্দীপের পাশাপাশি সিবিআই-‌এর হাতে গ্রেফতার চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লবও। ‘সন্দীপ-ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত প্রসূন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপের বিরুদ্ধে ইসিআইআর। টানা ১৫ দিন সিবিআইয়ের জেরার মুখোমুখি হওয়ার পর আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ। সন্দীপ, বিপ্লব ছাড়াও একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলিকেও।

মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত সন্দীপ-সহ ধৃত মোট চার জনকে আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। সিবিআইয়ের পর এ বার সন্দীপ ঘোষের দুয়ারে পৌঁছে গেল ইডিও। শুক্র সকাল সাড়ে ৬টা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়ির সামনে ইডির আধিকারিকেরা হাজির হলেও দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি। কিছু ক্ষণ অপেক্ষা করার পরে গাড়ি নিয়ে সিজিও কমপ্লেক্সে ফিরে যান তদন্তকারীরা। পরে ফের যান।

এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, সুপ্রিম কোর্ট আর জি কর কাণ্ডে রায় ঘোষণা করল না? কেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রায় দিতে দেরি করছেন? বৃহস্পতিবার শুনানি না হওয়ার পিছনে কি কারও চাপ রয়েছে? সুপ্রিম কোর্ট প্রথমেই কোনও অপরাধীদের শাস্তি দেয় না। খুন-ধর্ষণ বা আর্থিক অনিয়ম, সবই প্রথমে নিম্ন আদালতে বিচার হবে। খুন-ধর্ষণের মামলার বিচার হবে কলকাতার ফাস্ট ট্র্যাক কোর্টে। আর্থিক অনিয়মের বিচার বিশেষ সিবিআই আদালতে হবে। প্রথমে সিবিআই চার্জশিট পেশ করবে। তার পরে চার্জ গঠন হবে। তার পরে বিচার প্রক্রিয়া শুরু হবে। এই আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে কেউ হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার দরজা খোলা থাকছে। ফলে দীর্ঘ প্রক্রিয়া। যাঁরা বিচার চেয়ে রাস্তায় নামছেন, তাঁদের আইনি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed