আইভা-র নজরকাড়া উদ্যোগ, কলকাতায় বিউটেক এক্সপোতে প্রতিভার বিচ্ছুরণ
সোম সকাল থেকেই সাজ সাজ রব। মঙ্গলেও চলল তার রেশ। অথচ পূজো আসতে ঢের দেরী। তার আগেই সেজে উঠলেন ছেলেমেয়েরা। সকল বয়সেরি উদ্দীপনা নজরকাড়া।
২ এবং ৩ সেপ্টেম্বর আইভা অর্থাৎ অল ইন্ডিয়া হেয়ার এন্ড বিউটি অ্যাসোশিয়েশনের উদ্যোগে সৌন্দ্যর্য্যের প্রতিযোগিতা। নিউটাউনের বিশ্ববাংলা এগজিবিশন হলে বিউটেক আয়োজিত এক্সপোতে প্রতিভার বিচ্ছুরণ।
মেক আপ আর্টিস্টদের জন্য সুবিশাল মঞ্চ বললে খুব কম বলা হবে। আইভা কলকাতার পরিচালনায় মঞ্চস্থ অনুষ্ঠানের মূল আকর্শন ব্রাইডাল মেকাপ, মাইথোলজি মেকাপ, শারদ সুন্দর ও শারদ সুন্দরী প্রতিযোগিতা।
উপস্থিত ছিলেন আইভা ইন্ডিয়ার কর্নধার ড: সঙ্গীতা চৌহান, আইভা কলকাতার প্রেসিডেন্ট তপতি সিংহ, মঞ্চ আলোকিত করে ছিলেন প্রিসিলা কর্নার, শ্রীমতি কেয়া শেঠ, টুসি মন্ডল ও আরো নামি দামি ব্র্যান্ডের কর্নধারেরা।
প্রত্যেক অংশগ্রহণকারীদের প্রাপ্তুই সার্টিফিকেট ও ট্রফি তৎসহ বিভিন্ন কোম্পানির উপহারও। বিজয়ী ও বিজেতাদের দেওয়া হয় আকর্ষনীয় পুরস্কার।
আইভা এমন একটি সংস্থা যেখানে কর্ম ও কর্মক্ষেত্র দুইই বিভাগকেই দেওয়া হয় সন্মান। ভাগ করে নেওয়া হয় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিউটিশিয়ান শিক্ষা।
সকলকে এক ছাতার আচ্ছাদনে অগ্রসর হওয়ার বার্তা প্রদান করে বিশ্বখ্যাত সংস্থা ‘আইভা’ প্রদর্শণ করতে তৎপর যে পার্লারের গন্ডি ছাড়াও পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে জ্ঞান অর্জন করার।
দিল্লিতে ২০১১ য় ‘আইভা’ র গোড়াপত্তন করেন ড: সঙ্গিতা চৌহান। পশ্চিমবঙ্গে সেই শিক্ষার মশাল প্রজ্জ্বলিত করেন শ্রীমতি তপতি সিংহ।
আজ প্রায় ৭০০ সদস্য তাঁদের শিক্ষায় আলোকিত হচ্ছেন এবং বিভিন্ন এন.জি.ও সংস্থায় দুস্থ ও পিছিয়ে পড়া ছেলে মেয়েদের বিনামুল্যে বিউটিশিয়ান শিখিয়ে নিজেদের পায়ে দাড়ানোর সুযোগ করে দেওয়ারআপ্রান চেষ্টা চালাচ্ছেন।
এই কর্মকান্ডে সহযোগিতা করছেন সান্ত্বনা ব্যানার্জী, শিল্পী সেন, সমীর দেবনাথ, সহেলি ঘোস, সুশান্ত দাস, অজ্ঞনা সেনগুপ্ত, জ্যোতিজয়সোয়াল, সবিতা জয়সোয়াল, রজনী মন্ডল, করুনা সর্দার, সন্ধ্যা দাস, সবিতা পাল ও তৃনা বোস।
আইবা-র আরও বড় কর্মকাণ্ডে উদ্যোগী হবে ভবিষ্যতে, বললেন ‘আইভা’ র প্রতিষ্ঠাতা ড: সঙ্গীতা চৌহান।