‘চক দে ইন্ডিয়া’ প্যারিস প্যারা অলিম্পিক্সে ! এক দিনে ৮ পদক! সোনা জয় সুমিত-নীতেশের
প্যারিসে প্যারালিম্পিক্সের পঞ্চম দিনটা বেশ ভালোই গেল ভারতের। সোমবার একই দিনে ভারতের ঝুলিতে এল মোট ৮টি পদক। পাঁচটি পদক আনলেন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়রা। দুটি পদক এল অ্যাথলেটিক্সে। একটি পদক আসল তীরন্দাজিতেও। উল্লেখ্য এই তিন বিভাগের মধ্যে সদ্য শেষ হওয়া অলিম্পিক্সে একমাত্র অ্যাথলেটিক্সেই পদক এসেছিল, সেটা নীরজ চোপড়ার হাত ধরে। বাকি ব্য়াডমিন্টন বা আর্চারিতে পদক আসেনি। প্যারালিম্পিক্সে অবশ্য সেই বিভাগেও পদক এল অনেকগুলো, ফলে ভারতের এবারের প্যারিস গেমসে মোট পদক জয়ের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৫তে। এর মধ্যে তিনটি সোনার পদক, পাঁচটি রৌপ্য পদক এবং সাতটি ব্রোঞ্জ পদক।
জ্যাভলিন থ্রোতে নতুন প্যারালিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের সুমিত আন্টিল। দুবার তিনি রেকর্ড গড়েন এফ৬৪ ক্যাটাগরিতে। জয়ের পর সাক্ষাৎকারে সুমিতের মা বলেছেন, ‘ও আমাদের জন্য সোনার গয়না কিনে নিয়ে আসে, কিন্তু আমাদের কাছে ওর সোনার পদকটাই সব থেকে দামি ’।স্রেফ ব্যাডমিন্টনেই এল পাঁচটি পদক। মধ্যে নীতেশ কুমার জিতলেন সোনা। পুরুষদের সিঙ্গলসের এসএল৩ বিভাগে সোনা জিতলেন, ভারতের দখলেই থাকল শীর্ষস্থান। গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে হারালেন।
পুরুষদের সিঙ্গলসের এসএল৪ বিভাগের ফাইনালে হেরে গেলেন সুহাস যতিরাজ। লুকাস মাজুরের কাছে ফাইনালে হেরে রৌপ্য পদক পেলেন এই তারকা শাটলার। এই বিভাগের ব্রোঞ্জ মেডেল ম্যাচে হেরে গেলেন সুকান্ত কদম।মহিলাদের সিঙ্গলসে এসইউ৫ বিভাগে চিনের প্রতিদ্বন্দীর বিপক্ষে ফাইনাল ম্যাচে হেরে গিয়ে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তুলসিমতি মুরগেসনকে। মহিলাদের সিঙ্গলসে এসইউ৫ বিভাগের ব্রোঞ্জ মেডেল ম্যাচে ডেনমার্কের ক্যাথরিনকে হারিয়ে পদক মনিষা রামদাসের। মহিলাদের সিঙ্গলসে এসএইচ৬ বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ মেডেল জিতলেন নিত্যাশ্রী সিভান। হারালেন রিনা মারলিনাকে দুই সেটের লড়াইয়ে। ডিসকাস থ্রো ইভেন্টে ভারতকে রৌপ্য পদক এনে দিলেন যোগেশ কাথুনিয়া। আর্চারিতে মিক্সড ইভেন্টে ভারতের শীতলা দেবি এবং রাকেশ কুমার জিতলেন ব্রোঞ্জ পদক। জম্মু কাশ্মীরের শীতলা দেবির অনবদ্য পারফরমেন্স।