জোড়া গোল এমবাপের, সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ফ্রান্সের তারকা
সুপার কাপ ফাইনালে গোল। তারপর লা লিগায় টানা তিন ম্যাচে গোলের খরা। চিন্তিত রিয়াল সমর্থকরা। জোড়া গোলে জবাব এমবাপের। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা-লিগায় জোড়া গোল করলেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। ২-০ ফলে জয় রিয়াল বেতিসের বিরুদ্ধে। খুশি ম্যানেজার কার্লো আনচেলোত্তি-ও।
সুপার কাপ ফাইনালে গোল করার পরে লা লিগায় টানা তিন ম্যাচে তাঁর গোলের খরা দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন রিয়াল সমর্থকরা। জোড়া গোলে সেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন এমবাপে।৬৭ মিনিটে ডান দিক থেকে ভিনিসিয়াস জুনিয়র পাস বাড়ান ফেদেরিকো ভালভার্দেকে। তাঁর ব্যাকহিল ধরে গোল করেন এমবাপে। ন’মিনিট পরে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন কিলিয়ান।