October 4, 2024

প্যারা অলিম্পিকে ইতিহাস, স্প্রিন্টে ভারতের প্রথম, ১০০ মিটার ব্রোঞ্জ ভারতের প্রীতির

0

ইতিহাস প্যারা অলিম্পিকে। মহিলাদের টি-‌৩৫ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের প্রীতি পাল। প্যারা অলিম্পিকের স্প্রিন্টে এই প্রথম পদক জিতল ভারত। প্রীতি ইভেন্টের ফাইনালে দৌড় শেষ করলেন মাত্র ১৪.২১ সেকেন্ডে। সোনা এবং রূপো দুইই গিয়েছে চিনের দখলে। চলতি প্যারা অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে প্রথম পদক এল প্রীতির হাত ধরে। ২৩ বছরের স্প্রিন্টার নিজের কেরিয়ার বেস্ট ১৪.২১ সেকেন্ডে দৌড় শেষ করেন এদিন। সার্বিক ভাবে প্যারা অলিম্পিকের শুরুটা ভালই হল ভারতের জন্য। মহিলাদের শুটিংয়ে পদক জিতেছেন মোনা আগরওয়াল এবং অবনী লেখারা। পুরুষদের শুটিংয়ে পদক মণীশ নরওয়ালের হাত ধরে। এরপর পদক এল প্রীতির হাত ধরে। প্যারিস প্যারা অলিম্পিকে পদক তালিকায় ভারত বর্তমানে দশ নম্বরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed